আমাদের কথা খুঁজে নিন

   

মুনাফেক THE IMPOSTER



মুনাফেক সকাল বেলার আকাশ দেখে যায় চেনা যায় দিনটি তেমনি করে মুনাফেকের পাই পরিচয় তিনটি কথামালার ফুলঝুড়িতে মিথ্যা কথার ঝুলি মিথ্যা কথার ঢোলক বাজায় মিথ্যাবাদী ঢুলী। নিজ ওয়াদা ভঙ্গ করে মনের কথা ভুলে মনের উপর দোষ চাপিয়ে দোষকে নেবে তুলে। রাখলে জিনিস আমানতের খেয়ানতে দেবে চাইতে গেলে বলবে হেসে পরে এসে নেবে। মুনাফেকের জায়গা হবে জাহান্নামের নীচে পার পাবে না পুলসেরাতে পার পাওয়াটা মিছে। THE IMPOSTER As the Morning sky Speaks of the day's character So we get the three traits Of a shrewd Imposter. In torrents of sweet words He makes the lies a charm And thus enchants every one By beating ear-soothing drum. Breaks he his own word Giving no price to his mind Rather takes the offence As the crime of his not to pine. Anything ther in his custody He uses it for self-gain And when is asked for return With smile says `Not now, come again'. Such is the Imposter Whose place is beneath the Fire, Shall never be able to come across The `Pulsirat', even he tries alway and ever.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।