আমাদের কথা খুঁজে নিন

   

বেগম রোকেয়ার বিদেহী আত্মা কি কিছুটা হলেও স্বস্তি বোধ করছেন না ?



তাঁর অবরোধবাসিনীরা এখন মহামান্য আদালতের যুগান্তকারী ঘোষণার বদৌলতে আপন মর্য্যাদায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন। বিগত ০৮ এপ্রিল, ২০১০ইং বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ একটি রিট আবেদনের রায়ে ঘোষণা দেন যে ‌নারীদের মুখাবরণ পরতে বাধ্য করা যাবে না। মুখাবরণ (স্কার্ফ) পড়া নারীদের ব্যক্তিগত পছন্দ। তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং কেউ যদি তাদের মুখাবরণ পরতে বাধ্য করে, তবে তা হবে সংবিধানে সংরক্ষিত তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন। বেগম রোকেয়া নারীর অধিকার সংরক্ষণে যে সকল কথা বলে বা লিখে গিয়েছেন, তার একটি এই রায়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে। এমনি করে নারীর অধিকারের পথে যে সব কন্টক বিছিয়েছে পুরুষ, তা এক এক করে দুর হয়ে একদিন নারী স্ব-মহিমায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, এটা আশা করা যেতেই পারে। আর যাতে কোন মৌলবাদ নারীকে যদৃচ্ছভাবে ব্যবহার করতে না পারে, সেদিকে প্রতিটি সচেতন নাগরিক তীক্ষ্ণ খেয়াল রাখবে, এটাই প্রত্যাশা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।