আমাদের কথা খুঁজে নিন

   

ত্রয়ী



ক আমি যদি তুলে নিতে চাই কামজ অজন্তায় দীর্ঘতার ধুপছায়া চাঁদ কিরণ এসে লেগে থাকুক আমাদের ঘরে জ্যামিতিক শ্রাবণ ও বর্ষা । খ ব্রীজের উপর এত বাতাস আমরা হেঁটে যাই সংকল্পে বৌদ্ধ বিহারে ইচ্ছে করে একজন সন্ত কে ডেকে বলি : লাল কাপড়ে ঢেকে রাখা খাবারের গল্প শোনাও তুমি একজন ক্ষুধার্ত জোনাকীরে । গ এক আশ্চর্য চুম্বক প্রতিমা অনুসূয়া করে রাখে আমাদের নতুন দিন বাতিঘরে অকাতর সকল আলো রেখে দেয় দামাল মুক্তির যাযাবর । অভয় নদীও ফিরে ফিরে আসে এই আস্তাবলে অলৌকিক ঢেউয়ে নির্মাণ প্রতিকূল দূরত্বে আলো হয়ে যায় চুম্বক প্রতিমা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।