আমাদের কথা খুঁজে নিন

   

ত্রয়ী

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১ স্বপ্ন নিখাঁদ পদ হারানো ঊর্ণনাভ স্থবির সহিষ্ণু চোখে চেয়ে রয় দিকে দিকে তার হারানোর গান যে ঘর জুড়ে ছিল অকৃত্রিম জালের বুনন সে ঘরে আজ আলেয়ার চেরাগ তার হারানো পদ তার হারানো স্বপ্ন নিখাঁদ। ২ দূরভ্রমণের দিনলিপি নীল কালিতে লিখি আমি তোমার দূরভ্রমণের দিনলিপি হাতের তালুতে ঘুমন্তপুরী স্বপ্নঘোরে কলম খসে পড়ে খসে পড়ে কাননের জুঁই তুমি আর তুই কি বলে ডাকি তোমায় কোন পাতায় কোন অধ্যায়ে রাখি তোমায়। ৩ ও কেউ নয় ও কেউ নয় ও নদীর ঢেউ ও স্বপ্নপুরীর রাজকন্যা, মেঘের রানী তিলোত্তমা কেউ। আসলে ওর কোন নাম নেই ও কোথাও নেই থাকবার কথাও ছিলনা কোথাও। ও তবু লেগে আছে সদ্যফোটা ধানের শীষে শিশির কনায় পূর্ণিমা তিথিতে জোছনার ডগায়। ও ঝরে পড়া তারা মেঘে ঢাকা রুপোলী চাঁদ নির্জন গায়ের পথে ছমছমে রাত। ও আষাঢ়ের রুপকথা নবান্নের গান নিভৃতপল্লীতে রাতভর যাত্রাপালা কৃষাণীর কপালে সুখের তিলকবালা। ও কেউ নয় ও অন্য কেউ ও রোদের মেয়ে শালিকের ঝুটি পদ্মপাতায় ব্যাঙের লুটোপুটি। ও কেউ নয় ও অন্য কেউ ও --- ছবিঃ নিজস্ব এ্যালবাম।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।