আমাদের কথা খুঁজে নিন

   

সাহায্যের আবেদন

লাজুক প্রকৃতির অসভ্য বালিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিক্সাচালক আলমগীর হোসেনের স্ত্রী মুন্নুজান বেগম (৩০) জটিল স্তন ক্যান্সারে আক্রান্ত। মুন্নুজান এখন মিটফোর্ড স্যার সলিমুল্লাহ হাসপাতালে অসুস্থ চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মুন্নুজান বেগমের চিকিৎসার জন্য প্রায় পনের লাখ টাকা প্রয়োজন। তিনি হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। গত ছয় বছর ধরে মুন্নুজান দুই স্তনেই এই জটিল রোগে ভূগছেন।

দেড় বছর আগে তার ডান পাশের স্তনে অপারেশন করাতে গিয়ে আলমগীর জায়গা-জমি, ভিটেমাটি বিক্রি করেছেন। তার আর সামর্থ নেই এই টাকা জোগার করার। হৃদয়বান ব্যক্তিদের কাছে তিনি চিকিৎসা ব্যয়ভার বহন করার জন্য অর্থ সাহায্য কামনা করেছেন। আলমগীর হোসেন জানিয়েছেন, তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দিবাকরপুর গ্রামে। গত দশ বছর ধরে সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সা চালায়।

আলমগীর জানিয়েছেন, ভাড়ায় রিক্সা চালিয়ে স্ত্রীর চিকিৎসা খরচ কীভাবে দিব, তিন বেলা খাবারের ব্যবস্থা করাই কষ্ট। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অফিসার ও কর্মচারীদের আর্থিক সাহায্য এবং আমার সব জায়গা-জমি, ভিটেমাটি বিক্রি করে একটি অপারেশন করিয়েছি। আমার আর সামর্থ নেই। সামর্থবান ও হৃদয়বান ব্যক্তিরা অনুগ্রহ করে সাহায্যের হাত বাড়ালে আমার স্ত্রী ভালো হতে পারে। সাহায্য পাঠানোর ঠিকনা এই নম্বরে- আলমগীর হোসেন, সঞ্চয়ী হিসাব নং ২৯৪৯০/২, অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, সাভার, ঢাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.