আমাদের কথা খুঁজে নিন

   

কখনও সময় আত্মঘাতী

কত সাধ গেল এমনি জলে ভেসে ভেসে, কত নিঃশ্বাস মিলিয়ে গেল নিশ্চুপ নীলিমায়, কত বিষাদ হল ঘুঙ্গুর বাজিয়ে নীল প্রজাপতি, কত যাতনা মেলায় গিয়ে হেরে বসলো পারানির কড়ি, কিছু স্বপ্ন তবে জেনে গেছে ,দেখা হবে বিচ্ছেদ বিকালে, কিছু মন তবু থেকেই যাবে, আনমনা সুতো ছেঁড়া ঘুড়ি! জগতের সমস্ত বিষন্ন বকুলের সুবাসিত পতনে, পথগুলো সেজে রয় অসীমের অচিন সম্মোহনে, যাব না, যাব না পন করেও কিছু দুঃসাহসী মেঘ, চিরকাল অতর্কিতে ঝরে পরে চন্দনের বনে। হেমন্তের সাথেই কাশফুলের একান্ত প্রনয় জেনেও, সন্ধ্যার সবুজ সবুজ টিয়া স্বপ্নে বুঁদ হয় পাহাড়ী বুনোফুল, কামনায় কাতর বলাকারা উড়ে যায় উড়ে যায় আকাশ বেয়ে, কিছু কিছু রাতে মরে যেতে ইচ্ছে হয়, শেষবারের মত করে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.