আমাদের কথা খুঁজে নিন

   

কখনও ভালোবাসি, কখনও না ... (১)

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

ছোট্ট একটা ঘটনা কখনও কখনও মানুষকে কতটা বদলে দিতে পারে তা আগে বুঝিনি । মানুষ বদলাতে পারে ? মানুষও বদলে যায় ... ধ্যাৎ তাই কি হয় নাকি । হয়ত আচার আচরণে কিছুটা পরিবর্তন হতে পারে, তাই বলে পুরোপুরি ? অসম্ভব । কিন্তু আমাকে বুড়ো আঙুল দেখিয়ে আমি নিজেই পুরোপুরি বদলে গেলাম । হ্যাঁ – একদমি । ছোট্ট একটা কিন্তু,এই আমাকে কিভাবে যেনো পাল্টে দিলো – পুরোপুরি । সেই পুরনো আমাকে আমি আর খুঁজে পাই না । প্রচন্ড বর্ষায় ভিজে ভিজে আমি নিজেকে খুঁজি, নিঃসঙ্গ কোন দুপুড়ে আমি নিজেকে খুঁজি, বিষন্ন বিকেলে হেঁটে হেঁটে আমি নিজেকে খুঁজি ফিরি । পাই না, সেই বিশ্বাসী আমাকে আমি আর ফিরে পাই না । বিপুলা ধরণীতে কিছু হারিয়ে গেলে আর কি খুঁজে পাওয়া যায় ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.