আমাদের কথা খুঁজে নিন

   

রাবিতে ছাত্রলীগ কতৃর্ক ছাত্রী লাঞ্ছিত, সমাজবিজ্ঞান বিভাগে বোরখা নিষিদ্ধ এবং বদের দলের বোমা তৈরী অত:পর রাবি ভবিষ্যত জাবি।

আমি সফল হতে চাই

যেখানে প্রধানমন্ত্রী নারী, স্বরাষ্ট্রমন্ত্রী,পররাষ্ট্র মন্ত্রী সেই দেশে সেই ক্ষমতাশালী দলের ছাত্র সংগঠন আজ নারী নিগ্রহে ব্যস্ত। তার প্রমাণ সাম্প্রতিক কয়েকমাসে ঘটে যাওয়া ইডেন কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ সহ সবর্শেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ঘটনাগুলো গতকাল রাবির ছাত্রী হলের সামনে কুপ্রস্তাবে সাড়া না দেয়ায় রিকশা থেকে এক ছাত্রীকে নামিয়ে পেটে লাথি ও কিল ঘুষি মারে আর সঙ্গের দলীয় বন্ধুরা হাততালি দিতে থাকে। তাহলে চিন্তা করেন আমরা কোন পযার্য়ে চলে গেছি। হায় আমার দেশ। এ কোন কু মায়ের ছেলেরা ছেলেরা (ছাত্রলীগ ওরফে ছাগু)!??? দুতিন আগে জাবিতে এক বিবাহিত ছাত্রীকে কুপ্রস্তাব নাকচ করার জন্য থাপ্পর মারে এক ছাত্রলীগের ক্যাডার।

শিবির নিধনে শতভাগ সাফল্যের পর চাগু (ছাত্রলীগ)রা উল্লাস করছে ছাত্রীদের নিয়ে। ওদিকে নিজেদের প্রতিপক্ষ গ্রুপকে ঘায়েল করবার জন্য হলে বোমা তৈরী করে। আবার সম্প্রতি খবরে জানা যায় রাবির সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বোরখা নিষিদ্ধ করেছে। Click This Link ৯০ ভাগ মুসলমানের দেশে ধর্মীয় শ্রদ্ধাবোধ থেকে বোরখা ব্যবহার ফরজ। তাছাড়া নারীর শারীরিক গঠন বোরখা দ্বারা সহজেই ঢাকা যায় যা অত্যন্ত সামাজিক।

তাছাড়া বিভিন্ন ধর্মেও নারীর দেহকে ঢাকা কথা আছে। আর এ সামাজিক ভদ্রতাকে অসামাজি চেয়ারম্যান নিষিদ্ধ করল??? এ কেমন সমাজবিজ্ঞানের সামাজিকতা। একদিকে ছাত্রলীগের দাপট অন্যদিকে প্রশাসনের চামচামি দুয়ে মিলে যেন রাম রাজত্বে রাবি। আজ ছাত্রী হলের সামনে ঘটেছে দুদিন পর ছাত্রদের হলের সামনেও এমন ঘটনার আভাস পাওয়া যায়। শোনা যায় সুদূর অতীতে রাবির ছাত্র হলের ভিতরে শাড়িকে পর্দা হিসেবে ব্যবহার করে ছাত্রীরা রাত কাটাত, হায়রে নারীর মযার্দা!!! ছাত্রী নিগ্রহ+ অসামাজিক প্রশাসন= অসামাজিক ক্যাম্পাস+ আগ্নেয়াস্ত্রযুক্ত অন্ত:কোর্ন্দল= ভবিষ্য্ত জাবি, যেখানে অহরহ অপসাংস্কৃতিক কর্মকান্ড হলেও দেখার কেউ নেই দু’একটা ইদুঁর বিলাই(অর্থাৎ আমরা নরাধম ছাত্র পাবলিক) ছাড়া।

তাই বলি রাবি ছাত্র জনতা, আপনারা আগামী দিরে ভবিষ্যত জাবির দেখার জন্য প্রস্তুত হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.