আমাদের কথা খুঁজে নিন

   

রাবিতে ককটেল বিস্ফোরণে পরীক্ষার্থীসহ আহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার শুরুতে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন- ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী জুঁথি (২১), রেশমি (২০), গোয়েন্দা পুলিশের সদস্য মুজিবুল ও গার্ড নজরুল ইসলাম (৪৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট দিয়ে প্রবেশের সময় ককটেল বিস্ফোরণ ঘটলে দুই শিক্ষার্থীসহ চারজন আহত হন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভর্তিচ্ছুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের আওতায় ৪৯টি বিষয়ে ৩ হাজার ৬শত আসনে প্রায় ১ লাখ ৭০ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.