আমাদের কথা খুঁজে নিন

   

রাবিতে ৬ সাংবাদিককে পেটালো ছাত্রলীগ



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ সাংবাদিককে মারধর করেছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। রাবি শাখা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের সামনেই নেতা-কর্মীরা তাদের মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে রাবির সহকারী প্রক্টর মোসতাক হোসেনও আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাবি শাখা ছাত্রলীগ। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করার জন্য জড়ো হতে থাকে। তাদের মধ্যে সোহেল নামের এক কর্মীকে শিবির সন্দেহে মারধর শুরু করে। এসময় ঢাকা থেকে আগত চ্যানেল আইয়ের ফটো সাংবাদিক মঈন হোসেন, মোস্তফা কামাল মল্লিক, প্রথম আলো রাজশাহীর ফটো সাংবাদিক আজহার, দৈনিক নিউ এইজ'র রাজশাহী প্রতিনিধি সৌমিত্র, দৈনিক জনকণ্ঠ রাবি প্রতিনিধি শহিদুল ইসলাম, দৈনিক যুগান্তরের রাবি প্রতিনিধি সায়েম সাবু ঘটনার ছবি তুলতে গেলে তাদের উপর ছাত্রলীগ ক্যাডার রকি, রুবেল, জুয়েল, মাসুদ, তাকিম, মুনির, তুহিনসহ আরো ২০/২৫ জন হামলা চালায়। ছাত্রলীগ কর্মীরা সাংবাদিকদের মারধরের ছবি তুলতে দেয়নি।

ছবি উঠালে একজনকেও ক্যাম্পাস থেকে জীবিত ফিরতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়। আহত সাংবাদিকদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রাবি শাখা ছাত্রলীগ সভাপতি আওয়াল কবির জয় বলেন, এটা একটি বিশৃঙ্খল ঘটনা। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.