আমাদের কথা খুঁজে নিন

   

গতানুগতিক

বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা।

কপট রাগে তখন কি যে করেছিলুম তোমায় ছেড়ে কাহার হাত ধরেছিলুম তোমায় ছেড়ে দূরে তখন-অভিনয় আমার হৃদে অন্য কারো ছবি নয় তুমি যে মুখ ফিরিয়ে নিলে চাইলে না আমার ভান তোমার ছল-মেলে না সত্যি সত্যি তুমি আমায় ভুলে গেলে আমি একা, তুমি কোথায় চলে গেলে! বজ্রাহত এখন আমি বসেই ঠায় ও পথ পানে চেয়ে আছি হতাশায় যে পথ ধরে আমায় ফেলে চলে গেলে একলা নয়, ঐ যুবকে গলে গেলে ঐ যুবকে গললে তুমি ফেললে পুরোন প্রেম পুরোন প্রেমের স্বাক্ষী ছবি-ভাঙলে পুরোন ফ্রেম তোমার হৃদে ছবি এখন অন্য কারো তুমি সবই অভিমানি সবই তুমি পারো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।