আমাদের কথা খুঁজে নিন

   

শুক্লা পৃথিবীতে আমি অনাহারী



দূর বাতাসের গন্ধে প্রস্ফুটিত পদ্মের মতো কুমারীর ভীরু চঞ্চলতায় আমার সানগ্লাসের বিম্বিত হিরন্ময় রোদ খেলা করে নক্ষত্রের আকাশে। ভীড়ের ত্রিসীমায় তার শংখ ধ্বনি, আমার ওয়েসিসে নব জাতকের আগমন, নি:সঙ্গতার ঢেউ খেলা করে। মুখোমুখি হলেই তার চোখের আরশিতে শোভিত হয় আমার ঘুমন্ত সত্ত্বা সিঁদুরের রক্তিমে। ভীরু, কম্পমান শরীরে তার বিশাল কবরী মলয়ের সুগন্ধি বাতাসে নিত্য দোল খায় প্রেমের অঙ্গাশুক্লা পৃথিবীতে আমি অনাহারী দূর বাতাসের গন্ধে প্রস্ফুটিত পদ্মের মতো কুমারীর ভীরু চঞ্চলতায় আমার সানগ্লাসের বিম্বিত হিরন্ময় রোদ খেলা করে নক্ষত্রের আকাশে। ভীড়ের ত্রিসীমায় তার শংখ ধ্বনি, আমার ওয়েসিসে নব জাতকের আগমন, নি:সঙ্গতার ঢেউ খেলা করে।

মুখোমুখি হলেই তার চোখের আরশিতে শোভিত হয় আমার ঘুমন্ত সত্ত্বা সিঁদুরের রক্তিমে। ভীরু, কম্পমান শরীরে তার বিশাল কবরী মলয়ের সুগন্ধি বাতাসে নিত্য দোল খায় প্রেমের অঙ্গারে শিউলী ভেজা শিশির ভোরে সবুজ ঘাসের ঝলমলে ক্ষণিক হেসে তার সোনালি ছবি যায় হারিয়ে ক্ষণস্থায়ী কাঁচের মতো কেবলই ভাংগে ভালোবাসার পাপঁড়িগুলো এক দুই, তিন........অফুরন্ত। প্রেমের প্রগাঢ় মুহূর্তে জীবনের পরম সত্য মাধুরীর অন্ধকারে বার বার ঢেউ এর মতো প্রকম্পিত হয় শুক্লা পৃথিবীর গভীর সমুদ্রে। আমি অনাহারী আজন্ম হেঁটে বেড়াই অতিসংগোপনে রূপালি জোছনায় খাদ্যের অন্বেষণে। বিস্মৃতির নিরুদ্দেশে আমি ঘুরে বেড়াই ধু-ধু বালুচরে, পারছিনা অগ্রসর কিছুতেই দীর্ঘ পথ অতিক্রম করে, আজন্ম আমার এই পথ চলা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।