আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের সাবেক মন্ত্রী ভিসি শুক্লা আর নেই

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো ভারতের জাতীয় কংগ্রেসের বয় জ্যেষ্ঠ নেতা সাবেক মন্ত্রী ভিসি শুক্লা আর নেই। মঙ্গলবার দুপুর তিন টায় গুরগাঁও মেদান্তা মেডিসিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গত ২৫ মে ভারতের ছত্রিশ গর রাজ্যে এক রাজনৈতিক কর্মসূচিতে যোগদান শেষে ফেরার পথে বাস্তার জেলায় তিনি মাওবাদী হামলার শিকার হন।

সে ঘটনা ছত্রিশগর রাজ্যে শীর্ষ নেতৃত্বর সবাই মারা যান। নন্দ কুমার প্যাটেল ও উপজাতীয় নেতা মহেন্দ্র কার্মাও নিহত হন । ২৪ জন মারা যায় সে ঘটনায়। ভিসি শুক্লা গুরুতর আহত হোন। তার বুকে, পেটে ও উরুতে গুলি লাগে।

স্থানীয় এক সাংবাদিক তাকে রক্তাত্ব অবস্থায় গাড়িতে করে নিয়ে এসে বিমান যোগে রাইপুর পাঠান। সেখানে তার দেহ থেকে গুলি বের করা হয়। তারপর দিল্লিতে আনা হয়। তার অবস্থা তখন সংকটাপন্ন ছিলো। গত সপ্তাহে তাকে গুরগাওয়ের মেদান্তাটা হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে বলা হয়, ভিসি শুক্লার শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি সেরে উঠছিলেন কিন্তু হঠাৎ ইনফেকশন দেখা দেয়ায় তার অবস্থার অবনিত ঘটে। ভারতীয় সময় দুপুর ২ টা বেজে ৩০ মিনিটে তার মৃত্যু হয়। ভিসি শুক্লার পুরো নাম বিদ্যা চরণ শুক্লা। মাত্র ২৮ বছর বয়সে তিনি লোক সভার সদস্য নির্বাচিত হোন।

১৯৬৬ সালে তিনি ইন্দিরা গান্ধী কেবিনেটের প্রথম মন্ত্রী হিসেবে শপথ নেন । তখন তার বয়স ছিলো মাত্র ৩৭। তিনি মোট নয় বার লোক সভা সদস্য নির্বাচিত হয়েছেন। তার পিতা রবি শংকর শুক্লাও মধ্য প্রদেশ রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। সংবাদের সূত্র এই লিংকে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.