আমাদের কথা খুঁজে নিন

   

একটি কালো মেয়ের উপাখ্যান

আল ইজ ওয়েল

ছেলেটিঃ দেখো, আকাশের কপালে আজ চাঁদের টিপ! মেয়েটিঃ আমার ভালো লাগেনা!! ছেলেটিঃ তবে চলো জ্যোৎস্নায় ভিজি? মেয়েটিঃ আমার ইচ্ছে করেনা!! ছেলেটিঃ দেখো, জোনাকিরা ডাকে তোমায়! মেয়েটিঃ না, না, তা হতে পারেনা! আমিতো একটা কালো মেয়ে!! আমার বিষাক্ত স্পর্শে ওরা মরে যাবে!!! ছেলেটিঃ কি করে বুঝলে? মেয়েটিঃ আমি অভিশপ্ত, আমি নিঃস্ব। আমি স্বপ্ন দেখিনা, স্বপ্ন দেখাতে পারিনা!! নীল কষ্ট কুড়ে কুড়ে খায় সারাক্ষণ! ছেলেটিঃ শোনো, ভোরের পাখিরা তোমার কথা বলে! মেয়েটিঃ কি বলে? ছেলেটিঃ বলে- "আজ আর একবার এসো, দেবো তোমায় আকাশ উপুর করে সবটুকু নীল। হিমালয় নিংড়ানো সবটুকু ঝর্ণাধারা। এসো না বন্ধু!! দেখো দিগন্তে লাল সূর্যটা তোমারই অপেক্ষায়......"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.