আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: বৃষ্টি ভেজা দূর্বা............

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞
* তুমি চাইলে, বৃষ্টি ভেজা দূর্বা হতে দোষ কি ছিলো বলো ? কিন্তু তুমি চাওনি; আমি তবু দূর্বা হয়েছিলাম তোমার চরণ পাবো বলে। আমি খড়কুটো হয়েছিলাম, তুমি বাসা বাধবে বলে। আমি লেকের ধারে দুপুর পথিক হয়ে ছিলেম তোমার চোখ দেখবো বলে। কিন্তু তুমি চাওনি; তুমি চাইলে থাকবে একা অতঃপর শুরু হলো আমার আকাশ দেখা । ** যখন খুশির তরে আনন্দে ভাসতে তুমি; যখন তোমার স্বপ্ন ছুঁয়ে আকাশ যেতো চুমি; তখন যদি শাসন ভরে ব্যাস্ত স্বরে রাঙাতো কেউ চোখ, লাগতো না হায়!! কিছুই ভালো। একলা একা মন খারাপের কূয়োয় দিতে তুমি ডুব। *** যখন ক্লান্ত সুরে নুপুর জুড়ে উঠতো কোন ঢেউ, তখন পিছু ফিরে চাইতে আর না ভাবতে না হায়!! তখন তোমায় ডাকলো না,তো কেউ। যখন আমার পথে বকুল, থাকতো পড়ে; যখন সাজাতো সে নিজ মমতায় ফুলেল কোন রুপ। তখন তুমি চমকে যেতে; আহা !! এ যদি তোমার কুটির জুড়ে থাকতে পড়ে সারাটি দিন তন্ময় হয়ে থাকতে তুমি চুপ।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.