আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের মন পশুদের জন্য কেনো কাঁদে না!

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

শেষ বিচারের দিনে হঠাত করিয়া দাঙ্গা বাধিয়া গেলো। দাঙ্গার কারণ স্বয়ং ঈশ্বর। উনি কহিলেন- শুনো হে মানুষসকল। আজিকে আমার মুড ভালো।

তাই তোমাদের সকলের জন্য স্বর্গ খুলিয়া দেয়া হইলো। নরক লে অফ ঘোষিত হইলো। ইহা শুনিবা মাত্র ক্ষোভে জ্বলিয়া উঠিলো পূন্যবানেরা। ইহা কেমন ন্যায় হইলো। আমরা সকল হাউশ খিচিয়া থাকিয়া অবজ্ঞা করিলাম, পূণ্য করিতে করিতে শরীরে কালশিটা ফালাইলাম।

আর এইসকল পাপীগণ কিনা আজীবন নরকে পচিবার মতো পাপ করিবার পরও আমাদের সহগামী হইবে! প্রথম চোট গেলো প্রোফেটদের উপর, তাড়া খাইলো শান্তির দায়িত্বে থাকা দেবদূতেরা। সকলে আর্তস্বরে কহিতে লাগিলো- আমরা কিরূপে জানিবো অদ্য ঈশ্বরের মুড ভালো থাকিবে! .... মুখ্যা এই পর্যন্ত লিখছে, আমি গিয়া উপস্থিত। তার ভাষায় কইলাম- ওহে নাস্তিক মুখফোঁড়, ইহা একটি চিপ জোক হইয়াছে। ঈশ্বর মানবিক গুণাবলী ধারণ করেন না। তাই তাহার মুড ভালো বা খারাপ হইবার অবকাশ নাই।

বরং ঐতিহ্য মানিয়া তুমি ইহাতে তিনকোনাকে যুক্ত করো নাই দেখিয়া আমি যুগপত হতাশ ও ব্যাথিত হইয়াছি। মুখ্যা হাসে। কয়- আনার সুযোগ দিলেন কই? কয়দিন ধইরা দেখতেছি সামুতে ছাগু তার পুরানা নিক সব কয়টারে রিএক্টিভেট করছে। বিডিআরের পর এখন সেইটা নোমানী নিয়া আগুডুম বাগডুম বকতেছে। কথা সইত্য কিনা চেক করতে ঢুকি।

ওরে না রে! ফিরিছে তাহারা ফিরিছে!! বেশ ছাগলিক বিশ্লেষণ সবগুলা পুস্টে। একটায় আবার দেখলাম ব্লগারগো মনস্তত্ব বিশ্লেষণ করা হইতেছে। তারা নাকি মানবিক গুনাবলী হারাইয়া প্রকাশ্যে হত্যাকাণ্ডের পক্ষে বকবক করতেছে। হরে ভাই, কথা সত্য। মানুষের উপর কোরবানী নাজিল হওয়ার পর থাইকাই পশু হত্যায় তারা অস্বাভাবিক উল্লাস কইরা আসতেছে।

এইটাও সত্য শতাধিক খুনের দায়ে ফাসিতে মরা এরশাদ শিকদারের প্রিয় গানও মানুষ মাথা দুলাইয়া শু্নে। কিন্তু তার ফাসিতে তারা উল্লসিত হয়। কিছু খুনী দল আছে যেগুলার নেতা হইতে হাতে কি পরিমাণ রক্ত মাখতে হয় সেইটা তো আমরা জানি। তাই এইসব খুনীর প্রয়ানে মানুষ তাদের স্বাভাবিক মনুষত্ব বোধ হারাইয়া ফেলে। ব্লগাররাও মানুষ।

তাদের মন মানুষের জন্য কাদে ঠিকই, পশুদের জন্য না :::::http://www.somewhereinblog.net/blog/omipialblog/28924746::::

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.