আমাদের কথা খুঁজে নিন

   

নোকিয়া ৫৮০০ কিনলাম d : )

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

অনেক শখ ছিল টাচ স্ক্রীণ ক্রয় করার আজ পুরণ হল । যদিও ক্রয় করার ঘন্টা খানেক এর মধ্যে দুর্ঘটনার শিকার তবুও । ভালই লাগে ব্যবহার করতে । এ্যাপলেরটা ব্যবহার করেছি কিন্তু দাম বেশী তারপর টেকনিক্যাল কিছু সমস্যা আছে তার । তাই চিন্তা করলাম আগামী আইফোন এর মডেল এর জন্য ।

আমার নোকিয়া সংগ্রহ : নোকিয়া এন ৯৫(আব্বা) ৯৬(আমি) ৯৭(নষ্ট হয়ৈছে পানিতে) ৫২২০ (আপাতত আমার কাছেই) ৫৮০০ (প্রিয় একজনকে দিব) আইফোনথ্রিজিএস (কিনতে গিয়েও কিনি নাই বন্ধু কিনেছিল আমি তারটা মাস খানেক ব্যবহার করেছি) আমি নোকিয়ার অন্ধ ভক্ত তবে । নোকিয়ার এক্স ৬ মডেলটি আমার কাছে তেমন ভাল লাগে নি । কারণ টেকনিক্যালি তেমন আপগ্রেড ঘটায়নি আগের থার্ড এডিশন সাথে, যতটুকু আশা করা হয়েছিল । তুলনায় ৫৮০০ সবচেয়ে সস্তায় পেয়েছি । অলরাউন্ড ফিগারে >>> > স্পর্শ কাতর পর্দা > আধুনিক পথ প্রদর্শক মানচিত্র > সহয়তাকারী স্মৃতি সংরক্ষণ > বর্তমান যুগের উপযোগী > থ্রি জি সাপোর্ট > এমপিথ্রি গানের জন্য উপযোগী > এত সুবিধা মাত্র ১২৯ ইউরো !! (কারণ যে কোন থেকে কিনেছিলাম সে দোকান মৌসমী ছিল তাই তারা গত বছরের ক্রয়ক্রীত পণ্য রাখবে না তাই তারা ৫% থেকে ৩৫% ছাড় দিচ্ছিল ।

) তাই ফায়দা লুটলাম... অনেক ফায়দা পেলাম পুরা ১০০ইউরো বেচেঁ গিয়েছে । আমি পাংখা ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।