আমাদের কথা খুঁজে নিন

   

রিসেট নোকিয়া মোবাইল

Nokia mobile সিস্টেম file এ সমস্যা হলে reset দেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু অনেকেই জানেন না reset দেয়ার সঠিক উপায়। Nokia mobile গুলোর Reset দুই ভাগে ভাগ করা যায়। Soft Reset ও Hard Reset. নিচে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। সতর্কতাঃ phonereset করার আগে আপনার প্রয়োজনীয় সকল তথ্য মেমরি কার্ডে ঢুকিয়ে রাখুন এবং মেমরি কার্ড ও সিম কার্ড phone থেকে খুলে রাখুন।

লক্ষ্য রাখবেন যাতে phone এ পর্যাপ্ত চার্জথাকে। তারপর ফোন চালু করে reset দিন। ১. Soft Reset Phone এ সমস্যাহলে প্রথমে যে Reset পদ্ধতি প্রয়োগ করতে হয়তা হলো soft reset. এটি দুই ভাবে দেয়া যায়ঃ ==> Menu থেকেঃএজন্য আপনাকে প্রথমে"Restore Factory Settings" অপশন টা খুঁজে বের করতে হবে। সাধারণত এটি Menu> Settings>Phone> এ থাকে। খুঁজে পেলে "Restore Factory Settings" সিলেক্ট করে okpress করুন।

Security code চাইলে security code দিন। (security code ডিফল্টভাবে 12345 থাকে। ) ==> সরাসরিঃ এজন্য phone থেকে *# 7780# ডায়াল করুন। তারপর Security code দিন। Resetting process শুরু হলে এটি কিছুক্ষণ পর একা একা Off হয়েআবার On হবে, অর্থাৎ restart হবে।

তারপর"Restoring Complete" লেখা আসলে বুঝবেন আপনার phone টিreset হয়েছে। ২. Hard Reset যদি Soft reset এর মাধ্যমে phone এর সমস্যা দূর না হয় তখনই কেবলমাত্র HardReset পদ্ধতি প্রয়োগ করতে হয়। Hard Reset দিলে phone কেনার সময় যেমনটি ছিল ঠিকসেরকম হয়ে যায়, অর্থাৎ ফোনের সকল তথ্য মুছে যায়। তবে অনেক java phone ও পুরাতন মডেল এরphone গুলোতে এই পদ্ধতি থাকেনা। Hard reset ও দুই ভাবে দেয়া যায়ঃ ==> সাধারণভাবেঃ এজন্য phone থেকে *# 7370# ডায়াল করুন।

তারপর security code দিন। ==> বিকল্প পদ্ধতি (Operating System চালু না হলেঃ) অনেক সময় phone on করলে এটি চালু না হয়ে শুধু NOKIA লেখা এসে বসে থাকে কিংবা কোনকিছু দেখা যায় না, শুধু ডিসপ্লে জ্বলে থাকে। এমন অবস্থায় এই পদ্ধতিতে ফোনেরHard Reset দেয়াছাড়া কোন উপায় থাকে না। এটি করতে হয় phone off অবস্থায়। তাই এ পদ্ধতিতেphone on থাকলেপ্রথমে তা off করে নিতে হবে।

যদি সাধারণভাবেoff না হয় (Operating System এ সমস্যা থাকলে) তাহলে ব্যাটারিখুলে এটিকে off করে নিতে হবে। তারপর ব্যাটারিপুনরায় লাগান। কিন্তু phone on করবেন না। এবার নিম্নের মত কাজ করুনঃ আপনার ফোনের স্টার ( * ) KEY,"3" নম্বর KEY, সবুজ (কল) বাটন এবং Power বাটনএকসাথে চেপে ধরে রাখুন যতক্ষণ না ডিসপ্লে তে NOKIA লেখা ও আলো দেখা যায়। Nokia 5800 এর জন্যঃ সবুজ (কল)বাটন, লাল (রিজেক্ট) বাটন,multimedia বাটন ও Power বাটন একসাথে চেপে ধরে রাখুন।

Nokia 5800 এর জন্যঃ সবুজ (কল)বাটন, লাল (রিজেক্ট) বাটন,multimedia বাটন ও Power বাটন একসাথে চেপে ধরে রাখুন। Nokia N97 এর জন্যঃ Shift + space + delete এবং Power বাটনএকসাথে চেপে ধরে রাখুন। অন্যান্য NokiaS60v5 ফোনের জন্যঃ সবুজ (কল)বাটন, লাল (রিজেক্ট) বাটন,camera বাটন এবং Power বাটনএকসাথে চেপে ধরে রাখুন। এরপর ফোন অন হলে দেখবেন আপনার ফোন পুরোNEW হয়ে গেছে! অনেকেই হয়ত জানতে চাবেন Soft Reset ও Hard Reset এর পার্থক্য কি? Soft Reset হচ্ছে শুধুমাত্র phone এর settings পূর্বের অবস্থায় ফিরে আনা ও C: Drive এসংরক্ষিত কিছু তথ্য মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়। কিন্তু Hard Reset দিলে phone এর সকল settings নতুন করে বিন্যস্ত হয় এবং C: Drive (Phone Memory) ও D: Drive (Ram) এর সকল তথ্য Format হয়ে পুরো অপারেটিং সিস্টেম টাই ROM থেকে নতুন ভাবে Load হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.