আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধ অপরাধী রাজাকারদের বিচার না হওয়ার জন্য প্রথমত দায়ী বঙ্গবন্ধু নিজেই

আমি আমার সম্পর্কে জানতে চাই, আমার গবেষনা এখনও চলছে ।

আমি সাদা মনে বলতে চাই যুদ্ধ অপরাধী রাজাকারদের বিচার না হওয়ার জন্য প্রথমত দায়ী বঙ্গবন্ধু নিজেই । এদের মত পাপিদের বিচার করার জন্য ৩ বছর বা ৪০ বছর নয় ৭ দিন ই যথেষ্ট । নিজামী গোলাম আজমকে স্বাধীনতা পর পর ই খোলা ময়দানে মৃত্যদন্ড দেওয়া যেতে পারতো । অন্তত পক্ষে তাদের তথা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিৎ ছিল এবং সেটাই যুক্তি যুক্ত ছিল ।

এর পর আর পরবর্তী সরকারদের কথা আমি আর বলতে চাই না । যুদ্ধ অপরাধী রাজাকার রা কিভাবে এখনো সদর্পে বুক ফুলিয়ে চলে , রাজনীতি করে এর জন্য তৎকালীন সরকার তথা বঙ্গবন্ধু নিজেই দায়ী । এবং দায়ী তার মন্ত্রনা দাতারা । বঙ্গবন্ধু নাই কিন্তু তার মন্তনাদাতারা আছেন তাদেরকে এদেরকে জবাব দিতে বাধ্য করতে হবে । অনেক রাজাকারকে কিন্তু দেশবাসি মুক্তিযুদ্ধের পরপরই মেরে ফেলেছে ।

কই তাদের তো কোন সময়ের প্রয়োজন হয়নি । যে বা যারা আমার দেশের আমার পরিবার এর আমার একান্ত প্রীয়জনের এত ক্ষতি করেছে তাদের মারতে এত দিধা কেন ? আর তাদের রাজনীতি নিষিদ্ধ করতে আমাদের বাধা কোথায় ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.