আমাদের কথা খুঁজে নিন

   

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল বুকিং চলছে: অফিস, গন্জিকা সেবন কক্ষ, বালাখানার জন্য আজই আসুন আমাদের ক্যাম্পাসে।

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
ছাত্রশিবির ক্যাডারদের ছেড়ে যাওয়া হলের প্রচুর কক্ষ এবং আতংকে থাকা ছাত্রদলের কমীদের রুমগুলো আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে সুলভ মুল্যে বরাদ্ধ চলছে। ইতিমধ্যে ছাত্রলীগ কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ১০১ নম্বর কক্ষ দখল করে হল শাখা ছাত্রলীগের কার্যালয় বানিয়েছে। এখান থেকেই চলছে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম।

কক্ষে ঢুকে দক্ষিণ দিকের দেয়ালে তাকালে চোখে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এর নিচে লম্বা এক টেবিল। চারপাশে অনেক চেয়ার। টেবিলের ওপর কাগজপত্র। পশ্চিম দিকের দেয়াল ঘেঁষে বেঞ্চ।

একই অবস্থা শহীদ সোহরাওয়ার্দী হলেও। এ হলে ছাত্রলীগের কার্যালয় ১৬২ নম্বর কক্ষে। মাদার বখ্শ হলের মতো এখানেও সাঁটানো হয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। সভা করার জন্য এখানে রয়েছে কনফারেন্স টেবিল। আছে বসার সুব্যবস্থা।

হলের ছাত্ররা জানান, ১০-১২ দিন আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই কক্ষটিকে সংগঠনটির কার্যালয় বানায়। এক সাধারণ ভুদাই(ছাত্র) বলেন, ছাত্রলীগ দলাদলি, মারামারি, চাঁদাবাজির পর এবার তারা শিক্ষার্থীদের আবাসিক হলে রাজনৈতিক কার্যালয় বানাতে শুরু করেছে। অথচ বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী আবাসন সংকটে ভুগছে। এখন আমরা ভুদাইগন কোথায় থেকে পড়ালেখা করবো? বুকিং এর জন্য যোগাযুগ- আওয়াল জয়, সভাপতি লীগ সংবাদ সুত্র- কালের কন্ঠ Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।