আমাদের কথা খুঁজে নিন

   

জনমত যাচাই টাইপ পোস্ট ।

সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে

আবেগের আর বিবেকের সিদ্ধান্ত হীনতা নিয়ে এই পোস্ট। কি রকম পোস্ট বা মন্তব্যকারী সবচেয়ে বেশী ঘৃনার পাত্র হওয়া উচিৎ এবং কেন? দুই রকম ব্লগার আছেন । ব্লগার (ক) ২৫-২৬ বয়সের একটা ভিখারি টাইপ চান্দাবাজ, যে মুক্তি যুদ্ধের একজন সম্মুখ সমর অধিনায়ক জেঃ জিয়া কে নিয়ে ফাইজলামী করে যা একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পরিস্কার অপমান । যে কোন ব্লগার কে ব্যক্তিগত আক্রমন যেমন ছাগু বলে যা সামহোয়ারের (২খ. যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে। ) নীতিমালার পরিস্কার লংঘন করে।

গালাগালী করে যা ন্যুনতম ভদ্র পরিবারেও দোষণীয় বলে গন্য্‌ হয় । ব্লগার (খ) পুরা রাজাকার । যে আরেকটা রাজাকারের পা চাটে যে রাজাকার টা স্বাধীনতা যুদ্ধে গাদ্দারী করেছিল । দ্বিতীয় প্রকার (খ ) যে নিজে প্রত্যক্ষ ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা/অসন্মান প্রকাশ করে না , কিন্তু এমন একজন কে সমর্থন করার কারনে যে মুক্তিযোদ্ধে গাদ্দারী করেছে, (খ ) ঘৃনার পাত্র । (যদিও ব্লগের নীতিমালা অনুযায়ী তার মতামত শালীন ভাবে প্রকাশের অধিকার তার আছে ।

) আর প্রথম প্রকার (ক) যে প্রত্যক্ষ ভাবে এক জন মুক্তিযোদ্ধার অপমান করছে । এবং এমন আচরণ বা ভাষার ব্যাবহার করছে যা শুধু মাত্র ব্লগ নয় বরং যে কোন সভ্য সমাজে নিষিদ্ধ । এবং স্বাভাবিক ভাবেই ব্লগ তাকে এরকম পোস্ট প্রকাশের অধিকারও দেয় নাই । নিঃসন্দেহে উভয়েই ঘৃনার পাত্র তা আলোচনার অবকাশ নাই। যা জানতে চাই তা হল যদি তুলনা করা হয় তা হলে কোন শ্রেনী কে বেশী এবং প্রথমে ঘ্ব্বনা করা উচিৎ।

১৯৭১ (ইতিহাসে) রাজাকারের চেয়ে জঘন্য উৎপাৎকারী কোনো প্রানীর পরিচয় নাই। ২০০৯(বর্তমানে ) অন্ধ ও অসভ্য ব্লগার এর চেয়ে জঘন্য উৎপাৎকারী কোনো প্রানী নাই ব্লগ জগতে নাই। ব্লগের স্বাভাবিক নেচার হল যে কেও তার মত দিবে, পক্ষে বা বিপক্ষে, সেই অর্থেই জামাত,শিবির এর সমর্থক/সদস্য রাও পোস্ট দিবে এটাই স্বাভাবিক। উত্তর দেওয়ার জন্যও সেই পোস্টেই মন্তব্য করা সম্ভব। নিসঃন্দেহে আমার পালিত কুকুর টা আমাকে আমার স্ত্রী বা সন্তানের চেয়ে বেশি ভক্তি করে তাই বলে কি আমি কুকুর টার সাথে এক প্লেটে খাব? প্রেম ,ভক্তি, শ্রদ্ধা বা আমার আদর্শে মিল আছে বলেই কি একটা কুকুর শ্রেনীর কাউকে নিজের কাতারে গন্য করে নেওয়া উচিৎ?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।