আমাদের কথা খুঁজে নিন

   

একটি লোকগীতি


ডালেতে লড়িচড়ি বইয়ু চাতকি ময়নারে গাইলে বৈরাগীর গীত গাইয়ো মন খইলে চাতকিনী নদীর ফানি খাইয়ু ময়না নদীর ফানি খাইয়ু ফুলো মধু খাইতু চাইলে ফুলো বনে যাইয়ু চাতকি ময়নারে গাইলে বৈরাগীর গীত গাইয়ো ওরে চাতকি ময়না অঙ্গ তোরো কালা ময়না অঙ্গ তোরো কালা তর মনে আর আঁর মনে এক্ষই ফ্রেমর যালা চাতকি ময়নারে গাইলে বৈরাগীর গীত গাইয়ো দক্ষিণমূখী বইলেরে ময়না বাতাস লাগে গায়রে ময়না বাতাস লাগে গায় পশ্চিমমূখী বইলেরে ময়না অঙ্গ যলি যায়রে ময়না অঙ্গ যলি যায়রে অঙ্গ যলি যায় উত্তরমূখী বইলেরে ময়না শীতে খাইবু চাইয়ুরে ময়না শীতে খাইবু চাইয়ু কোনদি আইবু ফরাণবন্ধু আগে মোরে কইয়ু্রে আগে মোরে কইয়ু ক্ষয়হীন আস্কর আলী সময় হইলে ফারে ময়না সময় হইলে ফারে মাধব বৈরাগীর সনে ফরান বন্ধু আঁর সনে মিলায় দিইয়ুম তোরে চাতকি ময়নারে গাইলে বৈরাগীর গীত গাইয়ু গাইলে বৈরাগীর গীত গাইয়ু ডালেতে লড়িচড়ি বইয়ু চাতকি ময়নারে গাইলে বৈরাগীর গীত গাইয়ু ।। http://www.mediafire.com/?mwu2mwikmkm
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.