আমাদের কথা খুঁজে নিন

   

Windows XP তে পাসওয়ার্ড বাইপাস করা।



অনেক সময় অনেকে উইন্ডোজ এর পাসওয়ার্ড ভুলে জেতে পারেন। সেক্ষেত্রে পাসওয়ার্ড বাইপাস করার একটি সহজ উপায় নিচে দেয়া হলো। কম্পিউটার স্টার্ট করার পর যখন পাসওয়ার্ড প্রম্পট আসবে তখন Ctl, Alt button দুইটি একসাথে চেপে ধরে Delete বাটন চাপতে হবে। তখন একটি নতুন dialog box আসবে যেখানে username এবং password দিতে বলা হবে। এখন শুধু username box টিতে Administrator (A অবশ্যই uppercase হতে হবে) লিখে এবং কোনো password না দিয়ে ok অথবা keyboard এ Enter চাপলেই পাসওয়ার্ড ছাড়াই কম্পিউটার ওপেন হবে। ব্যাতিক্রমঃ এই system টি শুধুমাত্র Windows XP তে কাজ করবে এবং Windows XP setup করার সময় Administrator Password যদি দেয়া না থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.