আমাদের কথা খুঁজে নিন

   

ঢেকি ভাইয়েরা আওয়াজ দেন,ওয়্যারলেস রাউটার কনফিগ

গর্বিত আমি, জন্মেছি এদেশে....(বরিশালে)

কাল অনেকদিন পরে (Belkin N1 Wireless Router) বেলকিন ওয়্যারলেস রাউটারটির কনফিগারেশন ক্যামনে যেন রিসেট হয়ে যাওয়ায় আবার নতুন করে কনফিগ করলাম। আগে সার্ভারের DHCP র কারনে Auto IP এবং DNS পেয়ে যেত। কিন্তু এখন ঐ রাউটার কনফিগ করার পরে দেখছি সেই এই DHCP এর কাজটা করে দিচ্ছে ঠিক আছে, কিন্তু উল্টাপাল্টা হচ্ছে DNS এর ক্ষেত্রে। প্রথমে মনে করেছিলাম, ঐ রাউটার থেকে যে সব পিসি/ল্যাপিতে লাইন গেছে, শুধু সেগুলোতেই এমনটা হচ্ছে। কিন্তু এখন দেখি নেটওয়ার্কের সব পিসিতেই (যেগুলোতে IP & DNS Automatically detect দেওয়া আছে) সেগুলোতেই সে এমন ভাবে আইপি এবং ডিএন এস এ্যসাইন করছে। উল্লেখ্য, ঐ রাউটারের আইপি দিছিলাম ১০১, এবং সেখানে ডিএনএসও বলে দিছিলাম। কিন্তু সে ব্যাটা অন্যান্য পিসিতে আইপি ঠিকই দিচ্ছে, কিন্তু ডিএনএস হিসাবে তারেই ঘোষনা করছে। নিচের ছবিতে আমার কনফিগারেশনের ছবি দিয়ে দিলাম এখন বলেন কিভাবে আমি এই ভ্যাজাল থেকে মুক্তি পেতে পারি..........মানে.......এই রাউটারের মাতবারী বন্ধ করতে পারি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.