আমাদের কথা খুঁজে নিন

   

নারী অভিধান

শব্দশিখা জ্বলে...

আবদুর রব অন্তর্চেতনায় পরিণেয় নববালিকারা জানে সত্য, অঙ্গ-অনঙ্গের দ্বন্দ্ব; সংসার, বিলাপ, স্মৃতি- সকল আখ্যান জরা-মৃত্যু-নিয়তিকে ঘিরে; তাদের থকে না কোনো স্বপ্ন-পরিধেয়; স্বপ্ন আর বাস্তবের মাঝ থেকে সরে যায় ছায়া, দেয়াল বদলে নেয় জীবন-ছত্রাক; দেহময় জেগে ওঠে নবাঙ্কুর, অন্য এক সঙ্গম চেতনা- যা কিছু সঙ্গীতময় তাই দিয়ে সম্পূর্ণ মিলিত হতে চায়! দেহকামনায় এই নারী অভিধান পাঠ না করেই বিহ্বল ছুঁয়েছে তাকে, ছিঁড়ে জলপট্ট! কিছুই থাকে না আর আগের মতন; একাকীত্ব, মধ্যপ্রাণতায় দিন যাপনের খণ্ডচিত্রগুলি মরুপ্রায়; সারাক্ষণ বিচলিত, এভাবে কি চলে? অনড় থেকো না, অর্থ দাও, অভিজ্ঞান; পূর্ণ-করি নশ্বর শরীর- শরীরের আনন্দ ভাণ্ডার! আত্মহারা হই, দেখি তোমার নির্জন জলঝুরি, বিকিরণ যেন শেষ না হয় এ রোমাঞ্চের!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.