আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মার বুকে চর নাকি চরের বুকে পদ্মা

ভালবাসী বাংলাদেশ

এই তো মাত্র দুই দিন আগে পদ্মা নদী ঘুরে এলাম, সরি চর ঘুরে এলাম, পদ্মার বিচরন সেখানে যেন খালের মত। কোথাও আছে আবার কোথাও নাই। খুব কষ্ট হল মনে হয় এই বুঝি যায় যায় দিন অবস্থা, এর মাঝে কেউ কেউ আবার নিজের জন্য পদ্মাকে খনন করে চলছে অবিরাম বালু উত্তোলোন করে মানব সমাজে পাচার করছে। ড্রেজার গুলোতে সরকারি কোন প্রতিষ্ঠানের নাম নাই তাই আপাদত বালুচুরি ছাড়া আর কোন মন্তব্য করতে পারছি না এতে কেহ আবার মনে কিছু করবেন না যেন প্লিজ। মাওয়া ফেরি ঘাটের এক পার হতে আরেক পাড়ে যেত হলে অনেক খানি পথ ঘুরে যেতে হয় তা পুরোটাই চরের বদৌলতে এখানে অন্য কারো অধিকার নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।