আমাদের কথা খুঁজে নিন

   

লুঙ্গি ড্যান্স (নারীরা দূরে থাকেন নতুবা নিজ দায়িত্তে পড়বেন)

সময়ে অসময়ে ভর করে কিছু প্রিয় মূহুর্তগুলো…… ফিরে ফিরে আসে অনুভূতির গহীন অরণ্যে, হৃদয়ে একটু সুখের স্পর্শ, আর না পাওয়ার নিদারুণ ক্ষরণ দিয়ে যাওয়া… তার নাম তো স্মৃতিই বটে!

কি যে দিনকাল পড়ছে,... কয়দিন ধইরা মাথায় খালি লুঙ্গি ড্যান্স গানটা ঘোরে। যেখানে যাই সেখানে লুঙ্গি ড্যান্স গানটা শুনতে পাই। যদিও আমি লুঙ্গি পড়ি না। জীবনে একবার বিশেষ কারন ছাড়া লুঙ্গি পড়ছি বলে আমার মনে হয় না। কাল একজনের সাথে কথা কইতেছিলাম সেও “লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স” করতে করতে গানের ভুবনে ডুইবা হাবু ডুবু খাইতেছে।

আজকাল পোলাপান গুলো লুঙ্গি নিয়া পড়ছে। আস্ক করলে চোখ মুখ ঘুরাইয়া, হাত- পা বাঁকাইয়া কয় "ইটস ফ্যাশন!! ও তুমি বুঝবেনা ডুড (dude)... " মনে মনে বলি "ওহ বুঝছি তুমি বুইঝা উলটাইয়া ফেলাইছ, ফাজিল পোলাপান কোথাকার!! আমারে আবার ফ্যাশন শিখাইবার আইছে" প্রত্রিকা, ম্যাগাজিন, সকল বুক এর উত্তম বুক ফেসবুক খুললে দেখা যায়, মাইয়ারা আজকাল পিছাইয়া নাই। লুঙ্গি পইড়া পোলাগো মতন ফ্যাশন করে। বলিইইই, লুঙ্গি পড়ার যখন এতো শখ জাগছে... থাক, আর কিছু কমুনা। কইলে তখন নারী ইভটিছিইং, নারী বিদ্বেষী কইয়া নারীরা আমার লগে যুদ্ধ ঘোষণা কইরা ফেলাইবো।

মাইয়াগো যেমন রিজনের (reason) দেওনের অভাব নাই তেমন কথায় কথায় পান থেকে চুন খসতেই দোষ খুঁজার অভাব নাই। গার্লফ্রেন্ড এর লগে পার্কে বইসা বাদাম চাবাইতে থাকিলে কইবে," বাদাম খাইতেছ কেন??? শরীরে কি ভাইটামিনের অভাব হইছে?? " পাতা চাবাইতে থাকিলে কইবে " গরুর মত পাতা চিবাইতেছ কেন?? চোখের পাওয়ার জিরো হয়য়া গেছে নাকি???" দেখেন মাইয়াগো অবস্থা!! বয়ফ্রেন্ড আবেগ আপ্লুত হইয়া গার্লফ্রেন্ডরে বলে "চল জান তোমারে নিয়া আজ চাইনিজ খামু??" এই কথা শুইনা গার্লফ্রেন্ড চোখ বড় বড় করে তাকাইয়া কয় " ওমা টাকা পাইলা কইথেকা?? সূর্য আজ কোনদিকে উঠছে?? এতদিন হইয়া গেলো আমারে নিয়া একবারও চাইনিজ খাবাইতে নিলা না। টুনির বয়ফ্রেন্ড মুখলেস টুনিকে নিয়া প্রতি সপ্তাহে একবার চাইনিজ খায়, জরিনার বয়ফ্রেন্ড আবুল মাঝে মাঝে জরিনারে নিয়া শপিং করতে যায়......" হেন তেন পেছাইল্লা কথা-বাত্রা !! মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রথমস্থান নারীগো দেবার উচিত। ইহারা পৃথিবীর অন্যতম রহস্যময় প্রাণী সরি হিউম্যান। পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীরা সকল রহস্য উম্মচন করতে পারলেও নারীর রহস্য এখনো উম্মচন করার স্পর্ধা দেখাইবার পারে নাই।

তাহাগো বাড়িতে বউ/ গার্লফ্রেন্ড আছে নাকি!! নিজে খাইতে না পারলেও বউরে ঠিকই খাবাইতে হইবো, নিজে লুঙ্গি পইড়া থাকলেও বউরে ঠিকই সানি লিওনের ড্রেস কিননা দিবার লাগবো, নইলে ঘরে আগুন জ্বালাইয়া দিবো, এই আগুন কারো পক্ষে নিভানো সম্ভব নহে। স্বামী বেচারি ওই আগুনে পুড়তে পুড়তে মইরা যাইব মাগার কাউরে কইবারও পারবো না। গোটা জাতি তখন চক্ষে সান গ্লাস পইড়া থাকবো, নারী দোষ করিলেও উহা দোষ নহে। সকল দোষ নন্দগুশের সরি পতিদেবের। লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স ... উফ!! ঠিক মতন লিখবারও পারতেছিনা।

পাশের বাসার কার মনে জানি মনে রং লাগছে। যাক বহুত বকবকাইছি... কি যেন লিখবার চাইছি... থাক, আর লিখুম না, পরে লিখুম। সবাইকে টা টা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.