আমাদের কথা খুঁজে নিন

   

লুঙ্গি আটকে রাখার কিছু ডিজিটাল কায়দা আর কিছু লুঙ্গি পিক

লুঙ্গি আটকে রাখার কিছু ডিজিটাল কায়দা লুঙ্গি বাঙালি পুরুষদের ঐতিহ্যবাহী ও আরামদায়ক একটি পোষাক হলেও, এর কিছু টাইটজনিত সীমাবদ্ধতার কারণে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে যাওয়াও অসম্ভব নয়! (একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না) আবার, লুঙ্গি খুলে ট্রাউজার পড়লেও অনেকের হাওয়া বাতাসের অভাবে অস্বস্তিকর লাগতেও পারে, তাই বাংলার ম্যাঙ্গো লুঙ্গিধারী পুরুষদের উদ্দেশ্যে নিবেদিত হল লুঙ্গি প্রটেক্ট করার কিছু ডিজিটাল কায়দা। ম্যাগনেটিক কায়দা এই পদ্ধতিতে আপনাকে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন কলা। আমরা জানি, চুম্বক ফেরোম্যাগনেটিক পদার্থ বা লোহাকে তীব্রভাবে আকর্ষণ করে থাকে। এই সূত্রকে কাজে লাগিয়ে লুঙ্গিতে গিট্টু মারার পরপরই সামনে, পিছনে, ডানে ও বায়ে চারটি শক্তিশালী চুম্বক লাগাতে হবে। ফলে, আপনার পাকস্থলিতে অবস্থানরত আয়রনের সঙ্গে আকর্ষিত হবার কারণে আপনার লুঙ্গি শরীরের সাথে আটকে থাকবে! [সাবধানতাঃ কলা হজম হয়ে গেলে কিন্তু...] HDMI কায়দা (মতান্তরে গিট্টু কায়দা) আপনার মনিটর বা টিভি থেকে HDMI ক্যাবলটি খুলে ফেলুন, এর দুই মাথার কানেক্টর দুইটি কেটে দিন।

লুঙ্গি গিট্টু দেবার পর ক্যাবলটি দিয়ে ভালোমত নিজেকে লুঙ্গির সঙ্গে বেঁধে নিন। [সাবধানতাঃ কিছুক্ষণ পরে নিজেই রাগে লুঙ্গি ছিড়ে ফেলতে পারেন...] স্ক্রু কায়দা এই কায়দা কিছুটা বিপজ্জনক। প্রথমে বিশেষজ্ঞ ডাক্তারের সহযোগীতায় আপনার ভুড়িদেশে স্ক্রু ঢোকানো এবং বের করার হোল তৈরি করতে হবে। এরপর লুঙ্গিতে ফুটি এ্যলাইন করে স্ক্রু ঢুকিয়ে লাগিয়ে নিন, রিখটার স্কেলে ১০০মাত্রার ঘূর্ণিঝড় (!) হলেও লুঙ্গি জায়গাতেই থাকবো। [সাবধানতাঃ এতে চিরদিনের জন্য "চুপ" মেরে যাবার সম্ভবনা রয়েছে] সুপার-গ্লু কায়দা এই কায়দাটি বেশ স্ট্রেটফরওয়ার্ড এবং সোজা।

দোকান থেকে বিশ টাকা দিয়ে একটি সুপারগ্লু নিয়ে আসুন। গোসল করে লুঙ্গিটির ওপরের দিকে ভালোকরে সুপারগ্লু দিয়ে তাড়াতাড়ি লুঙ্গিটি জড়িয়ে নিন। কেল্লাফতে! [সাবধানতাঃ ময়লা লুঙ্গির জন্য ডিভোর্স খাবার সম্ভবনা...] আঁতেল কায়দা একটি কাগজে লিখুন, F = GmM/d*d বা, F = (6.7 * 300kg * 1kg) / *1*1) বা, F = 2010 N এবার কাগজটি গিলে ফেলুন। লুঙ্গি 2010N বল প্রয়োগে আটকে থাকলো! [সাবধানতাঃ G এর মানে ভুল থাকলে সম্ভাব্য দুর্ঘটনার জন্য শিক্ষাবোর্ড দায়ী] না আরেকটা জিনিস কেউ জানলে একটু শেয়ার করেন.। ।

ইদানিং স্ট্যান্ডার্ড লুঙ্গিতে মালিকের ছবি দেখে কিনতে বলসে । । আপ্নারা কি একটু জানাবেন যে লোকটা অভাবে হাত ইশারা করে কি বুঝাতে চেয়েছে ? পিক টা অনেক খুজলাম কিন্তু পেলাম না তাই দিতে পারলাম না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.