আমাদের কথা খুঁজে নিন

   

মাথামোটার নীল লুঙ্গি

চোখ মেলে দেখি জানালায় ভোরের পাখি

এক. মোটা মাথায়ও মাঝে মাঝে বেশ চিকন বুদ্ধির পরিচয় পাওয়া যায়। মাথা মোটার প্যান্ট আর লুঙ্গির গল্পটা পড়ে একচোট হেসে নিলাম। আচ্ছা আরিল সাহেব কি বাংলা পড়তে পারেন ? গল্পটা পড়ে উনি কি মজা পেয়েছেন!নাকি আবার মাইন্ড করেছেন। না আংকেল মাথা মোটা, কাজটা মোটেই ঠিক করেননি। আপনার মাথা আসলেই খানিকটা মোটা রয়ে গেছে।

অনেক ডান্ডা মেরেও সাইচজ আনা গেলনা। এভাবে তাকে পঁচিয়ে দেয়া মোটেই ঠিক হয়নি। অবশ্য আপনি যা বলেছেন তা কিন্তু সব ফেলে দেয়ার মতো নয়। যেমন ধরুন হলুদ প্যান্টের ব্যাপারটা। আরো অনেক ব্লগারের কমেন্ট পড়ছিলাম।

হলুদ রংটা কেন ব্যবহার করা হয়েছে এটা এখন অনেকের কাছেই গবেষনার বিষয় হয়ে দাড়িয়েছে। আমি অবশ্য একটা কারন খুজে পেয়েছি। সামহোয়ার ইন এখন হিমু হতে চায়। সেই যে হুমায়ন আহমেদের হলুদ পাঞ্জাবী ওয়ালা। ( ফাকে বলে রাখি চোখের জন্য সবচেয়ে সহনীয়, সবচেয়ে উপযোগী রং হচ্ছে নীল এবং সহজাত।

দুই. নতুন সংস্করনে ওয়ার্ড থেকে সরাসরি লেখা এনে পোষ্ট করার সিস্টেম খাকলে খুব সুবিধে হতো। আমি জানিনা এরকম কোন সিস্টেম আছে কিনা। অপছন্দের ব্লগারদের অ্যাভযেড করার নতুন সিস্টেম ভাল হয়েছে। রেটিং নিয়ে ঠান্ডাযুদ্ধ বেশ উপভোগ করতাম। গ্রুপ ব্লগটা শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা দেখার জন্য অপেক্ষা করছি।

হাজার হলেও বাঙ্গাল কি না! এতদিন মারামারি ছিল পারসোনাল, এবার গ্রুপে গ্রুপে তারপর আবার কেয়ারটেকার ব্লগার... হি হি হি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।