আমাদের কথা খুঁজে নিন

   

তাজউদ্দিন আহমদের জন্য শ্রদ্ধা

নিজের বিষয়ে কিছুই বলিবার নাই

আসসালামু আলাইকুম, এইটা মার্চ মাস, আমাদের স্বাধীনতার মাস। ২৫শে মার্চ রাতে পাকিস্তানী সেনারা যে-ভাবে সাধারণ বাঙালিদের উপর হামলা চালানো শুরু করিয়াছিলো তাহার উদাহরণ হিটলারের জারমানির সহিত মিলিয়া যায়। আমার আর এইসব কথা নতুন করিয়া বলিবার তেমন দরকার নাই। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল বৈদ্যনাথতলায় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। শেখ মুজিবুর রহমান ছিলেন সেই সরকারের রাষ্ট্রপতি।

আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়াছিলেন জনাব তাজউদ্দিন আহমদ। এইসব কথাও আর নতুন করিয়া বলিয়া ফায়েদা নাই। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কর্মকান্ডসহ তার রাজনৈতিক দূরদৃষ্টি বিশ্লেষণের ক্ষমতা আমার নাই। আমি তাই যাহারা তাহাকে মুক্তিযুদ্ধের সেই সময়টা খুউব নিকট হইতে দেখিয়াছেন, তাহাদের স্মৃতিকথা হইতে একটি -দুইটি ঘটনা বয়ান করিবো।

এইটা হইতেছে পরের মুখে ঝাল খাওয়া। কেহ যদি আমার এই প্রয়াসকে পরের ধনে পোদ্দারি বলিয়া অভিহিত করেন--তাহাও মানিয়া নিতে রাজী আছি। মেজর হাফিজ উদ্দিন আহমদ ''বীর বিক্রম''-এর ভাষ্য : '''''মে মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ আমার এলাকা পরিদর্শনের জন্য বেনাপোলে এলেন। তাঁর সঙ্গে এলেন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক এবং যশোরের এমপি মোশারাফ হোসেন। মলিন বেশবাসধারী তাজউদ্দিন সাহেব সৌম্যদর্শন, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী।

তাঁর আগমনের মুহূর্তে কাকতালীয়ভাবে চেকপোস্ট এলাকায় শত্রুর গোলাবর্ষণ শুরু হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে চিন্তিত হয়ে পড়ি, কিন্তু আশ্চর্য, তাঁর কোনো ভাবান্দর নেই। তাঁর সাহস এবং দৃঢ়তা দেখে অবাক হলাম। তিনি অবিচলিতভাবে ট্রেঞ্চের কাছে গিয়ে সৈনিকদের সাহস যোগালেন, তাদের পরিবারবর্গের খোঁজখবরও নিলেন। ঘন্টখানেক আমাদের মাঝে কাটিয়ে তিনি সদল কলকাতায় ফিরে গেলেন। তাঁর সাহসিকতাপূর্ণ দেশাত্মকবোধক বক্তব্যে আমরা খবই অনপ্রাণিত হলাম।

'''' ( ''রক্তেভেজা একাত্তর'' ১৯৯৭) মেজর হাফিজ বিএনপি-র রাজনীতির সহিত জড়িত। এইটাও সকলেই জানেন। তিনি যখন এইভাবে তাজউদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করিয়াছেন---তখন বুঝিতে অসুবিধা হয় নাই--তাজউদ্দিনের নেতৃত্বের ধরনটা কেমন ছিলো? কেন এই দেশ তাঁহার নেতৃত্বে স্বাধীন হইতে পারিয়াছিলো। পরম করুণাময় আল্লাহপাকের দরবারে এই নেতার আত্মার প্রতি মাগফিরাত কামনা করিতেছি। সকলে ছহি-ছালামতে থাকিবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.