আমাদের কথা খুঁজে নিন

   

সব সম্ভাবনার দেশ বাংলাদেশ!

জ্ঞানের সমুদ্র অনেক গভীর!

আমাদের বর্তমান সরকারের ঘোষিত ইশতে হারের মধ্যে অন্যতম প্রধান উল্লেখ যোগ্য বিষয় হল ডিজিটাল বাংলাদেশ গঠন। কিন্তু বর্তমান সময় পর্যন্ত ও ইন্টারনেট ফি তেমন একটা কমে নি। আজও আমাদের অনেকের ক্ষেত্রেই ইন্টারনেট ব্যবহার একটি বিলাশিতার ব্যপার। বর্তমানে যদি কেউ আনলিমিটেড ইন্টারনেট নিতে চায় তাহলেও তাকে প্রায় হাজার টাকা গুনতে হয়। যে দেশে নুন আনতে পানতা ফুরায় সেই দেশে ক'জনের সাধ্য ইন্টারনেট ব্যবহার করার? বাংলাদেশের একমাত্র সরকারী মোবাইল অপারেটর কোম্পানী টেলিটক এসেছে প্রায় ৪-৫ বছর।

কিন্তু এখন’ও এর নেটওয়ার্ক সুস্থ নয়। আমরাতো চাই আমাদের দেশকে উন্নতির দিকে নিতে। কিন্তু নেটওয়ার্ক সমস্যা আর অপরিকল্পিত কল চার্জের জন্য অধিকাংশ লোকই টেলিটক ব্যবহারে অনাগ্রহী। তাছাড়া টেলিটক কাষ্টমার কেয়ার সেন্টারে যত সমস্যা তা অন্য কোন মোবাইল অপারেটরের ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না। টেলিটকের বর্তমান ঘোষিত কল রেট মাত্র .৬৬ পয়সা! কিন্তু তা যে ২য় মিনিট থেকে তা বিজ্ঞাপনের সময় উজ্জ্ব!প্রথম মিনিটে তাই কেটে নেয় ১.৩৩ পয়সা [ভ্যাট সহ]।

আবার এতে পালস্ ৬০ সেকেন্ড। আমাদের অধিকাংশই ছাত্র। তাদের কথা নেক সময় ৩০ সেকেন্ড বা তারো কম সময়ে শেষ করতে হয়। তাহলে তারা কেন অতিরিক্ত চার্জ দিয়ে টেলিটক ব্যবহার করতে যাবে? তাই সরকারের এখনই উচিত টেলিটককে একটি শক্তিশালী মোবাইল অপারেটর হিসেবে গড়ে তোলা এবং ইন্টারনেট চার্জ কমানো। তাহলেই নিদির্ষ্ট সময়ের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।