আমাদের কথা খুঁজে নিন

   

নজরুলের প্রতি.............

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়।

আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই. নজরুলের প্রতি আপনি লিখেছেন “বিদ্রোহী” কবিতা, আপনি লিখেছেন “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”, আপনি আরও লিখেছেন “কারার ঐ লৌহ কপাট”, লিখেছেন “চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল”, লিখছেন এরকম অসংখ্য বিপ্লবী কবিতা ও গান। আপনার শুভ জন্মদিনে আপনাকে কিভাবে শ্রদ্ধা জানাবো ? ফুল দিয়ে? আলাপ-আলোচনা করে? স্মৃতি রমন্থন করে? গান গেয়ে? নাকি কবিতা আবৃত্তি করে? আপনি এই সমাজকে নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন? আপনি রাষ্ট্র নিয়ে কি ভেবেছিলেন? আপনি বাঙ্গালী জাতি নিয়ে অনেক অহংকার করেছেন, তাতে আপনার কোন দোষ ছিল না। কিন্তু আমরা যে এক ধাপ এগোলে, দুই ধাপ পিছিয়ে যাই, আমরা যে স্বনির্ভর হতে পারবনা, তা কি আপনি ভেবেছিলেন? আমরা যে হুজুগে চলি-বলি তা তো আপনি অবশ্যই জানতেন। আমরা যে ধর্মান্ধ তা তো আপনার ভালোই জানা, আর আপনি যে ধর্মীয় উগ্রতা ও মৌলবাদকে মেনে নিতেন না তার জন্য আপনাকে “কাফের” ও “মুরতাদ” ঘোষণা করা হয়েছিল। আমরা এখনও সংগ্রাম করছি সত্যিকারের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, অপসংস্কৃতির বিরুদ্ধে, আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, তাই আপনার শুভ জন্মদিনে আমাদের অঙ্গীকারঃ আপনার স্বপ্ন, বিশ্বাস ও চেতনাকে, আমরা সত্যে পরিণত করবই।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।