আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের চাঁদাবাজি : ট্রাক ধর্মঘট প্রত্যাহ

মহাসড়কে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় প্রশাসনের সঙ্গে ট্রাক মালিক-শ্রমিকদের আলোচনা সভায় পুলিশি হয়রানি বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসে সন্ধ্যা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

শ্রমিকরা জানান, আশুগঞ্জ সার কারখানা থেকে সার সরবরাহকালে কিশোরগঞ্জের ভৈরব, কালিকা প্রসাদ, কুলিয়ারচরের দাড়িয়াকান্দি, কটিয়াদী ও ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় হাইওয়ে ও থানা পুলিশকে প্রতিবার চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে পুলিশ ট্রাক শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগাল করে। অনেক সময় শারীরিকভাবেও লাঞ্ছিত করে তারা। হয়রানির প্রতিবাদে আশুগঞ্জের ট্রাক শ্রমিকরা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে সার পরিবহন বন্ধ করে দেয়।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.