আমাদের কথা খুঁজে নিন

   

আবার চমক: এবার আসছে Google TV !



সব জগত জয়ের নেশায় পাগল গুগলের এবারের টার্গেট টেলিভিশন জগত ! । Sony এবং Intel এর সাথে মিলে গুগল তৈরী করতে যাচ্ছে Android বেসড টিভিভিত্তিক প্লাটফরম Google TV ! নতুন এই সেট টপ বক্সের মূল কাজ হবে গ্রাহকদের টিভি সেট দিয়েই অনলাইন ভিডিও ব্রাউজিং করার সুবিধা দেয়া । এই বছরের CES এ একই ধরনের কাজ করে এরকম কিছু পন্য যেমন: Boxee Box , Popbox , Roku দেখা গিয়েছিল । কিন্তু পন্যটা যেহেতু গুগলের কিছু চমকতো থাকছেই । গুগল চাচ্ছে এই ব্যবস্থায় গ্রাহকরা টিভি দিয়েই টুইটার এর মত সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করতে পারবে , এমনকি গুগলের পিকাসাতে আপলোড করা ছবিগুলোও দেখতে পারবে ! অর্থাৎ টিভি ও নেট জগতের অভুতপূর্ব সংমিশ্রন হবে Google TV । যেহেতু এটি Android বেসড হবে তাই আশা করা যায় এটিও ওপেনসোর্স প্লাটফরম হবে । ইতিমধ্যে Sony Google TV এর জন্য সেটটপ বক্স ও ইন্টারনেটযুক্ত বিশেষায়িত টিভি সেট নিয়ে কাজ শুরু করছে । তাছাড়া Logitech কাজ করছে ছোট আকারের কিবোর্ডযুক্ত রিমোট কন্ট্রোলার নিয়ে । গুগল এই ব্যাপারে কোন অফিসিয়াল মন্তব্য না করলেও এটি যে গুজব নয় তা প্রায় নিশ্চিত । তথ্য সূত্র:The New York Times

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.