আমাদের কথা খুঁজে নিন

   

টয়োটা এবং ফওডর ( পাউডার) !!

আমি বাংলাদেশের বাঙ্গাল ।

চায়ের দোকান এর কেরাম বোর্ড খেলতে গিয়া দেখলাম খেলার আগে কি একটা পাউডার ছড়ায়া দেয় । আর এই পাউডারের জন্যই মনে হয় গুটি গুলা বুলেটের মতন দৌড়ায়। বড়ই আজিব পাউডার ! পুকুর পাড়ে ঝাঁ চকচকা টয়োটা খানা দেইখা ১০ বছরের এক বালক বড়ই মুগ্ধ হইল। গাড়ির গায়ে হাত বুলায়া দেখলাম , আহাঃ কি একখান গাড়ি ! বড়ই সৌন্দর্য !! সাথে সাথে গাড়ির মালিক হাজির , আমি তখনো গাড়ির সৌন্দর্য অনুধাবন এ ব্যস্ত ।

গাড়ির মালিক চোখ লাল কইরা কইল " ফওডর চিনস " ? আমি মনে মনে কইলাম ফওডর চিনমু না কেন ? কেরাম বোর্ডেই তো কত "ফওডর" ঢাল্লাম, আর অইদিন তো ফওডর এর অভাবে ময়দা ঢাইলা দিসিলাম ! তখন গাড়ির মালিক কইল " হাড্ডি গুড়া করি ফওডর বানাই দিমু " । আমি হটাৎ বুজতে পারলাম সে আমার উদ্দেশ্যই কইতেসে । আমার হাড্ডি গুড়া কইরা ফওডর বানানোর একখান উচ্চাভিলাষী পরিকল্পনা আর কি । আমি আর কথা কইলাম না। দৌড় দিয়া পালায়া আস্লাম।

আচ্ছা , এই গাড়ি গুলান কি হাওয়ার উপর দিয়া চালায়? আমার হাত লাগ্লেই যদি "হাড্ডি গুড়া করি ফওডর বানাই দেওন" এর মতন অপরাধ হয়া যায় তাইলে তো হাওয়ার উপ্রেই চালানো লাগবে! এর পর থেকেই চকচকা গাড়ি আর তার ভিত্রে সুখি সুখি মানুষ দেখলেই আমার অই " ফওডর " এর কথা মনে পইড়া যায় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।