আমাদের কথা খুঁজে নিন

   

টয়োটা গাড়িতে স্ট্রিট ভিউ

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘টয়োটা টাচ ২’ নামে নতুন সিস্টেমে ২০১৪ সাল থেকে গাড়িতে গুগলের স্ট্রিট ভিউ এবং ফটো শেয়ারিং ওয়েবসাইট প্যানোরামিও ব্যবহার করা যাবে।
নতুন পদ্ধতিতে টয়োটা টাচ ২ ব্যবহার করে সরাসরি গুগলের জিও-ট্যাগড ছবি দেখা যাবে। এ ছাড়া গুগল স্ট্রিট ভিউয়ের মাধ্যমে আশপাশের বাস্তব অবস্থা জানা যাবে। স্ট্রিট ভিউ ব্যবহার করে কোথাও যাওয়ার আগে কীভাবে যেতে হবে, তা চালক জানতে পারবেন। এছাড়া গন্তব্যস্থলের পাশে পার্কিং, জ্বালানিসহ আনুষঙ্গিক তথ্য জানা যাবে।
টয়োটার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল শিলাচি এক ব্লগ পোস্টে লিখেছেন, “এখনও অনেক আধুনিক গাড়িতে গতানুগতিক ব্যবস্থা রয়েছে। আমরা মূলধারায় পরিবর্তন আনছি। টয়োটা গাড়ির মালিকরা এক বছর বিনামূল্যে এ সেবা পাবেন।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।