আমাদের কথা খুঁজে নিন

   

এরশাদের নামে বিদিশার মামলা

আমি ১নং ফকীর / প্লাস ভীক্ষা দেনগ মাই

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মানহানির অভিযোগে ৬০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা। বৃহস্পতিবার ঢাকার যুগ্ম জেলা জজ ইমরুল কায়েস-এর আদালতে মামলাটি করা হয়। আগামী ২০ এপ্রিল সমন জারির প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। বিদিশার অভিযোগ, ২০০৫ সাল থেকে ২০০৭-এর ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়িক, সামাজিক ক্ষতিসহ তাকে শারীরিক ও মানসিক রিমান্ডে নির্যাতন করেছেন সাবেক স্বৈরশাসক এরশাদ। ২০০০ সালের মার্চ মাসে এরশাদের সঙ্গে বিদিশার বিয়ে হয়।

এরিখের জন্মের পর তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে এরশাদ তার স্ত্রী বিদিশাকে তালাক দেন। ২০০৫ সালে এরশাদ চুরি ও প্রতারণার অভিযোগে বিদিশার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে নিয়ে তাকে বৈদ্যুতিক শক, ফ্যানের সঙ্গে ঝুলানোসহ নানা অমানুষিক নির্যাতন করা হয়। এ বিষয়টি পরের দিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

বিদিশা থাকা অবস্থায় বুটিক শপ ইসাবেল দখল করে নেয় এরশাদ। ওই সময় বুটিক শপে বিদিশার কয়েক কোটি টাকার মালামাল ছিল। রিমান্ডে নিয়ে পুলিশ বিদিশাকে এমন নির্যাতন করে যার শারীরিক ও মানসিক ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা, পেশাগত ও ব্যবসায়িক ক্ষতির পরিমাণ ২২ কোটি টাকা এবং সুনাম ক্ষুণ্ন্ন ২৮ কোটি টাকাসহ মোট ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিদিশার পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রণজিত বর্মণ। উল্লেখ্য, এক সময়ের আলোচিত নাম বিদিশা।

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী হওয়ার কারণে নানাভাবে এসেছেন আলোচনায়। তবে কিছুদিন ধরে অনেকটাই পর্দার আড়ালে ছিলেন তিনি। বর্তমানে তিনি একটি মানবাধিকার সংগঠন ল এন্ড রাইটস প্রতিষ্ঠা করেছেন বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।