আমাদের কথা খুঁজে নিন

   

‘প্ল্যান এরশাদের’

এরশাদ সম্পর্কে সতর্ক থাকতে শেখ হাসিনাকে পরামর্শ দেয়ার পাশাপাশি নির্বাচন বর্জন না করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপির আপত্তির মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া বিএনএফ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়।
নির্দলীয় সরকারের অধীনে না হলে আগামী নির্বাচন না করার ঘোষণা দিয়েছে বিএনপি।
অন্যদিকে ‘সর্বদলীয়’ সরকারের অধীনে নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। মহাজোট থেকে বের হলেও ‘অন্তর্বর্তী’ সরকারে যোগ দিয়ে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।


বিএনএফ প্রধান আবুল কালাম আজাদ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “প্রিয় নেত্রী আপনি এরশাদ হতে সাবধান থাকুন। সে একজন পাকা প্লানার। ”
বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে এরশাদ তার ‘স্বার্থ’ হাসিল করতে চায় দাবি করে তিনি বলেন, “আপনার (এরশাদের) প্ল্যান আমরা বুঝে গেছি। চালাকি বেশি দিন চলে না। ”
বিএনপিকে ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর পর এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রার্থী দেবে।

 
“এরশাদ যে ইচ্ছা পোষণ করছেন, বিএনএফ থাকতে তা সম্ভব হবে না,” বলেন আবুল কালাম।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।