আমাদের কথা খুঁজে নিন

   

বিদিশার টাকা ফুরিয়ে গেছে

soroishwarja@yahoo.com

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে মানহানির অভিযোগে ৬০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা। বৃহস্পতিবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করা হয়। শুনে এক নিন্দুক বলছে, কারণ কী জানেন। বিদিশার টাকা ফুরিয়ে গেছে। নতুন করে কিছু খসানোর বুড়াকে ঝাড়া দিচ্ছেন তিনি। বিদিশা অভিযোগ করেন, ২০০৫ সাল থেকে ২০০৭ এর ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ব্যবসায়ীক, সামাজিক ক্ষতিসহ তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন সাবেক স্বৈর শাসক এরশাদ। নিন্দুক বলছে, টাকা ফুরিয়ে গেছে বলেই এতদিন পরে অভিযোগ নিয়ে গেছেন আদালতে। বিচারক ইমরুল কায়েস মামলাটি গ্রহণ করে আগামী ২০ এপ্রিল এরশাদকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।