আমাদের কথা খুঁজে নিন

   

আমি বুঝলাম না কেন আপনারা গ্রামীনফোনকে গালাগালি করেন ?????

বাঙলা আর হিন্দি গানের জন্য www.bdmusiczone.com

আমি বুঝলাম না আপনারা কেন গ্রামীনকে গালাগালি করেন ?? যেখানে গ্রামীন ১০০ টাকা মিনিট কলরেটে হিট তাদের বিসনেস একটুও কমছেনা । বরং তিনমাস পর পর তারা হাসিমুখে জানায় তাদের আয় ৫০ বৃদ্ধি পেয়েছে। সেখানে কেন তারা কলরেট কমাবে??? শুনেন বিজনেস পলিসিই হল বাটে না পড়লে কেউ কমায় না অনেকেই ব্যবসাকে সেবা খাত বলে ব্যবসার সাথে সেবা বা জনস্বার্থ বলে কিছু নাই । তারা যা করে তা টাকার জন্য করে। এইযে বিলগেটস কোটি কোটি টাকা সাহায্য করে বিভিন্ন গরীব দেশে এর মাঝেও ব্যবসা জড়িত সেবা বলে কোন কথা নাই ।

সেবা বলে যত টাকা খরচ করে তা হলো আপনার ব্রেইন ওয়াশ। ওরা সবাই ব্যবসা করে জনসেবা। সব কিছুতে এরা ব্যবসাই দেখে। এ্ক সময়ে অন্য যেকোন অপারটেররা যাত্তা শুরু করলেও কেউই গ্রামিনের সাথে পারছেনা । কেন বলুনতো ??নাকি গ্রামীণের সিম ভুতে কিনে ব্যবহার করে ?? যখন এইদেশে বাংলালিংক আসে তখন জিপির গ্রাহক ছিল ৬০ লাখ আর এখন বাংলালিংকের গ্রাহক ১ কোটি ৪০ লাখ গ্রামীনের ২ কোটি ৪০ লাখ তার মানে বাংলালিংক আসার পর গ্রামীনের গ্রাহক বেড়েছে ১ কোটি কোটি ৮০ এখন বলেন একই সময়ে যাত্তা ধরলেও বাংলালিংক হতে জিপি ৪০লাখ বেশি গ্রাহক পেয়েছে এখন বলেন এই বেশি ৩৫ লাখ কি আকাশ থেকে টপকাইয়্যা পড়ছে নাকি ।

আমি আপনে গ্রামীনরে গালাগালি করতেছি কিন্তু আমজনতা ঠিকই গ্রামীন ব্যবহার করতেছে। কি করবেন বলেন আজকে ৩০ লাখ একটিভ সিম যদি বন্ধ হয়ে যায় তাহলে ঠিকই গ্রামীন সোজা হয়ে যাবে । কিন্তু কিছুইতো হচ্ছে না। না কমছে গ্রামীনের ইনকাম না কমছে গ্রাহক তাহলে কেন তারা কলরেট কমাবে বলেন??? কেন গ্রামীনের এত দেমাগ আমি বলি শুনেন ১ বছর আগে ভাবছিলাম আমি আমার বাবার সিম চেন্ঝ করে বাংলালিংক ধরাই দেব কিন্তু আমার সাহসে কুলাই নাই কেন জানেন কারন নেটওয়ার্ক এ ডিস্টার্ব দিবে গ্রামে গেলে নেটওয়ার্ক পাবেনা আমার বাবা আমারে ধরে দিবে মাইর । গ্রামীনকে সোজা করতে চান তাহলে আশে পাশের সবার সিম চেন্ঝ করানোর চেষ্টা করুন আমি আমার পুরা ফ্রেন্ড সার্কেলকে ওয়ারিদে কনভার্ট করিয়েছি এখন ১৬ পয়সা খরচে কথা বলি।

যে জায়গায় ৬ টা অপারেটর থাকার পরও গ্রামীন কোন চাপ অনুভোব করতেছেনা সেখানে কেন তারা কলরেট কমাবে। ????আমি আপনে যদি গ্রামীনের মালিক হতাম একই কাজ করতাম । ভাইরে বিসনেট জিনিসটাই এই রকম বাটে না পড়লে কেউ কিছু করেনা। টেলিটকতো তাদের সিম ৪০০০ টাকা করে বিক্রি করছে কিন্তু কিছুদিন পর ট্রাক দিয়া ৬০ টাকা করে বিক্রি করছে এবার বুঝছেনতো সরকারি মালও সুযোগ পাইলে ৪০০০টাকা সিম বেচে বাটে পড়লে ৬০ টাকা । সরকারী যখন এই কাম করে বেসরকারিতো এই কাম করবোই ।

আরেকটা কথা ভারতের সবচেয়ে বড় কোম্পনি হল এয়ালটেল তারাও সেই দেশে সবচেয়ে বেশি কলরেট চার্জ করে । তবে তাদের দেশে যেহেতু প্রতিযোগীতা বেশী তাই তারা বেশী নিতে পারেনা। আর আমাদের দেশে কোন প্রতিযোগিতাই নেই গ্রামীনের বিটিএস ১১৫০০ টি বাংলালিংকের ৬০০০ ওয়ারিদের ১৭০০ একটেলের ৩০০০ এবার বলেন মানুষ কেন গ্রামীন ব্যবহার করবেন না। আমরা সবাই মোবাইলে অভ্যস্ত এক মুহুর্ত নেটওয়ার্ক না থাকলে আমাদের ঘুম হারাম । সেখানে কেন মানুষ গ্রামীন ব্যবহার করবেনা।

গ্রামে গেলেতো দেখি জিপি ছাড়া সব হালায় অচল। ইন্টারনেট নিয়ে অনেকেই গ্রামীনকে গালাগালি করেন এটাও ঠিক না । পুরা বাংলাদেশে আছেই একটা অপারেটর বাকী ৫ টা ইন্টারনেটের ধারেকাছেও নাই। গ্রামীনতো বেশি টাকা কাটবেই । এখন যদি আরও ২ টা অপারেটর ভালো ইন্টারনেট দিতো তাহলে সব ঠিক হয়ে যেতো।

আর শুনোন গ্রামীনের খারাপ ইন্টারনেটের কারন বেশী গ্রাহক কারন পুরো বাংলাদেশ গ্রামীন ব্যবহার করে ইন্টারনেটের অবস্হাতো খারাপ হবেই । বাকী হালারাতো কেউ ইন্টারনেট দেয় না। কারন মোবাইল ইন্টারনেট এইজ বা জিপিআরএস খুব একটা সুবিধার টেকনলজি নেই। এ্‌ইসব ক্ষেত্তে খাজনার চেয়ে বাজনা বেশি হয় অনেকেই ভাবে ব্যান্ডউইথ বেশি দিলেই মনে হয় স্পিড বেশি হবে কিন্তু এসবের বেলায় খাজনার চেয়ে বাজনাই বেশি যারা মোবাইল নেটওয়ার্ক বিষয়ে লেখাপড়া করেন তারা ব্যাপারটা বলতে পারবেন। এজন্য গ্রামীনের একার পক্ষে সামাল দেয়া সম্ভব না আর এজন্যই অন্যরা ইন্টারনেট সার্ভিসে এগিয়ে আসেনা।

তবে ৩ জিতে এই সমস্যা নাই। অমি ভাইয়ের ব্লগ পড়লেই টেকনিকাল ব্যাপারটা বুঝতে পারবেন। মাইনাস দিতে পারেন সমস্যা নাই কিন্তু কথাগুলোএকটু ভেবে দেখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।