আমাদের কথা খুঁজে নিন

   

বুঝলাম না ...

যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা...কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা

সামহোয়ারে আমি আছি ৪ মাসের বেশী । এখনও আমাকে দেখতে হয় তুমি নতুন, কারো ব্লগে মন্তব্য করতে পারবে না । আমি এর মধ্যে কিছু পোষ্ট করেছি, যদিও তা তেমন কিছু না তবে এখন মনে হচ্ছে একদম ফেলনাও না। কারণ গুটিকয়েক ব্লগার ছাড়া সবাই যা লিখছে সে হিসাবে আমি খারাপ কিছু লিখছি না । আজ ব্লগের প্রথম পাতায় দেখি একজনের দুপুরের মেনু প্রকাশিত হয়েছে ।

ভাল কথা... এ ব্যপারে আমার কোনো আপত্তি নাই.. হতেই পারে । নিজেদের সবকিছু ভাগ করে নেবার জন্যই তো আমরা এখানে এসেছি । কিন্তু আমার কোনো লেখা কেন যে প্রথম পাতায় যাচ্ছেনা বুঝলাম না । প্রথম পাতায় লেখা ছাপা নিয়ে আমার বিশেষ কোনো ফেসিনেশন নেই কিন্তু ওটা ছাড়া যে আমি আমার মতামত প্রকাশও করতে পারচ্ছি না । আশা করি এবার থেকে সব ঠিক হয়ে যাবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।