আমাদের কথা খুঁজে নিন

   

আলবার্ট আইনস্টাইনের অংক বুঝলাম কিন্তু, বাংলাদেশ সরকার আর বিসিবির অংক বুঝলাম না

প্রতিটি শিশুই সুন্দর, কিন্তু সুন্দর চোখের অভাবে আমরা তা দেখতে পাইনা। আপনার সামনে কখনো কোন শিশু খাবারের জন্য হাত পাতলে তাকে দয়া করে ফিরিয়ে দিবেন না। ধমক দিবেন না। ওর দিকে একটু মমতার হাত বাড়িয়ে দিন। দেখবেন ওর মুখে কি দারুন হাসি।

আর আপনি পাবেন নির্মল আনন্দ

আজ ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনি অনুষ্ঠান হয়েছে বাংলাদেশে। আমার কাজ গুলো শেষ করে জলদি করে টিভির সামনে বসে গেলাম উদ্বোধনি অনুষ্ঠান দেখার জন্য । আমি আগে থেখে জানতাম এ অনুষ্ঠানে বাংলাদেশী তারকা শিল্পীরা গান গাবে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ ও মমতাজ। তারা হুরা করে টিভি অপেন করে দেখি ভারতীয় শিল্পীর গান, মনে করলাম ১০-১৫ মিনিট পরে বাংলাদেশী শিল্পীর গান দেখতে পাব। কিসের ১০-১৫ মিনিট পরে দেখি ৩০ মি: গেল ৬০মি: চলে গেল , পরে আমার মেজাছ খারাপ হতে লাগল বাংলাদেশী শিল্পীদের গান আর দেখতে পেলাম না।


কিছুক্ষন পরে আম্মা বলতেছে কিরে সবতো দেখি হিন্দি গান বাংলা গান কই। তখন আমার মুখ দিয়ে আর কথা বের হলনা। আরো কিছক্ষন পরে এক পিচ্চি কাজীন বলতেছে বড় ভাই অনুষ্ঠানটা কি ভারতে হইতেছে আমি বল্লাম হ্যা অনুষ্ঠানটা ভারতে হচ্ছে।
আমার কথা হল কেন ভারতীয় শিল্পীদের তিন ঘন্টা গান গাওয়ার সুযোগ দেওয়া হল
আজকের দিনে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার একটা ধারুন সুযোগ ছিল।
আজকের দিনে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার একটা ধারুন সুযোগ ছিল।


আজকের দিনে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার একটা ধারুন সুযোগ ছিল।
আজকের দিনে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার একটা ধারুন সুযোগ ছিল।
আজকে থেখে বিসিবি কে আমি ঘৃনা করি, ঘৃনা করি,ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি, ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি ঘৃনা করি, ঘৃনা করি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.