আমাদের কথা খুঁজে নিন

   

ডাকঘর একটা উদাহরণ

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

ডাকঘর একটা উদাহরণ আমি সরকারী বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্যে এসেছি, প্রায় আড়াই বছরের কাছাকাছি হতে চলল। এখানে আসবার পরে দেশে যোগাযোগের জন্যে সস্তা ও সহজ পদ্ধতি হিসাবে ডাকঘরের ব্যবহার শুরু করেছিলাম। বেশ কয়েকমাস চিঠি লিখেছি, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমার লেখা চিঠিগুলো প্রাপকের কাছে আজও পৌঁছাতে পারে নাই! সেগুলো যে আর পৌছাবে না, তাও প্রায় নিশ্চিত। কয়েক সপ্তাহ আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজ দেশে পাঠিয়েছিলাম, সেগুলো যে যেয়ে পৌছাবে, তা আশা করি নাই।

সেগুলোকে স্ক্যান করে পাঠিয়েছিলাম বলে রক্ষা, না হলে আসলগুলোও হারিয়ে যেতো। তারপরও আসল সংস্করণের একটা মূল্য আছে তো, সে জন্যেই ডাকঘরের শরণাপন্ন হওয়া। আমার সন্তানেরা তাদের প্রিয় পিতার জন্যে সদ্য শেখা কয়েকটি বাক্য আর ছবি দিয়ে চিঠি লিখেছে, তাও আমি যে পাবো না, সেটাকেই স্বাভাবিক হিসাবেই ধরে নিয়েছি। আমার এ চিঠি লেখার কারণ কিন্তু এই অভিযোগগুলো জানানো নয়। আমি উদ্বিগ্ন এ জন্যে যে আমাদের ডাকঘরের সেবা আজ আমাদের আবহাওয়া দপ্তরের আবহাওয়া পূর্বাভাসের মতই (অ)-‘বিশ্বাসযোগ্য’ হয়ে গেছে।

আমরা ডাকঘরের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারছি না আর। একটু একটু অন্যায় করে করে আমাদের ডাকহরকরারা আজ রীতিমত ‘দস্যু’ বনে গেছে। তারা সাধারণের জন্যে পাঠানো টাকা আত্মসাৎ করতে পারলে আপনার আমার মত সাধারণের ডাক যে গায়েব করে দেবে, তা তো বলাই বাহুল্য। ডাকের একটা বিশেষ সুবিধা হলো, এর কোন প্রমাণ নাই। সাধারণ ডাক পাঠাবার সময়ে আমাদের এমন কোন প্রামাণিক কাগজ দেওয়া হয় না যে আপনি বা আমি সে কাগজ দেখিয়ে দাবী করতে পারবো যে আমাদের ডাক অমুক তারিখে ছেড়েছি, কেন তা আজও পৌঁছালো না? তবে তেমন একটা ব্যবস্থা আছে, তাতে খরচাও বেশি।

আর রেজিস্ট্রি ডাকের চিঠিও হারিয়ে যায় আমাদের ডাকঘরের অসামান্য মহিমায়। আমি এই মনখারাপ করা কথাগুলো লিখছি এ কারনে যে কেউ এটা পড়ে ঝপ করে ডাক বিভাগকে ঠিক করে ফেলবে। আমি আশা করি না যে সরকারের বা ডাক বিভাগের কেউ খুব গুরুত্ব দিয়ে এ চিঠিটা পড়ে আমার হারানো ডাকগুলোকে এবং এ রকমের আরো অনেকের ডাকগুলোকে সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্যে উদ্যোগী হবে। যদি তেমন কিছু হয়, সেটা হবে মন্দের ভাল। আমাদের দেশ যে পরিণতির দিকে এগিয়ে চলেছে, তাতে এটা মনে রাখা দরকার যে, আমরা আমাদের ছোট ছোট অপরাধগুলো করে করে আমাদের অনেক প্রতিষ্ঠানকেই আজ ধ্বংস করে ফেলেছি।

আমাদের কেউই আমাদের যথাযথ দায়িত্ব পালন করছি না। দেশকে বদলাতে হলে সবাইকে নিজের যথাযথ দায়িত্ব পালন করার জন্যে উদ্বুদ্ধ করতে হবে। ডাকহরকরাকে যেমন ঠিক মত ডাক বিলি করতে হবে, তেমনি শিক্ষককে শ্রেণীকক্ষে পাঠ দিতে হবে, পুলিশকে চোর ডাকাত ধরতে হবে, উচ্চপদস্থ কর্মকর্তারা ঘুষ না চেয়ে কাজ করে যাবেন, ইত্যাদি ইত্যাদি হলো আমাদের কৃত ছোট ছোট অপরাধগুলো মার্জনা করার সবচেয়ে সহজ উপায়। আজকেও যদি আমরা না বদলাবার উদ্যোগ নেই, তা হলে আমরা ভব্যিষৎ প্রজন্মের জন্যে একটা অন্ধকারাচ্ছন্ন ‘বাংলাদেশ’ রেখে যাবো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।