আমাদের কথা খুঁজে নিন

   

আমি গ্রামীনফোনকে নিয়ে বিডিনিউজ২৪ এর এই লেখাটা উদ্দেশ্যপ্রণেদিত বা ভুল মনে করি

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

প্রথমেই বলে নেই আমি গ্রামীনফোনের গ্রাহক না । না ইন্টারনেট ব্যবহার করি না বয়েস কল। গ্রামীনের আচরনে বিরক্ত হয়ে অনেক আগেই ওয়ারিদে কনভার্ট হয়ে গেছি। আমি যে লেখাটা নিয়ে কথা বলতে চাচ্ছি তার শিরোনাম এবং লিংক হল এটা Click This Link এই লেখায় সরাসরি বুঝাতে চেয়েছে যে এয়ারটেলের কারনে গ্রামীন কলরেট কমাতে বাধ্য হয়েছে । যার সাথে আমি সর্ম্পুন দ্বিমত ।

কারন আমার ধারনা মতে গ্রামীন কলরেট কমাতে বাধ্য হয়েছে এর কারণ হল মানুষ দিন দিন গ্রামীনের সিম ফেলে দিয়ে অন্য অপারেটরে চলে যাচ্ছ+যারা ডুয়েল সিম সাপোর্টেড সেট/দুইটা সেট ব্যবহার করে তারা গ্রামীনফোন শুধু ইনকামিং এর জন্য ব্যবহার করে+বেশি অত্যাচার করলে পরে মাশুল দিতে হতে পারে এইসব কারনেই মুলত গ্রামীন কলরেট কমাতে বাধ্য হয়েছে। এখন আসি কেন এয়ারটেল নিয়ে গ্রামীন ভীত নয়। >>প্রথমত কথা হচ্ছে এয়ারটেল এইদেশে আসতে এখনো ৬ মাস বাকী আছে এখন শুধু চুক্তি হয়েছে এয়ারটেল দায়িত্ব নিবে আরও ছয়মাস পর >>ওয়ারিদের বতর্মান টাওয়ার/বিটিএস প্রায় ৩ হাজারের মত যেখানে বাংলালিংকের ৬ হাজার গ্রামীনের প্রায় সাড়ে ১১ হাজার এবং এয়ারটেল ঘোষনা দিয়েছে যে তারা অন্তত বাংলালিংকের সমান টাওয়ার করার পরও পূর্নাঙ্গ দমে কাজ শুরু করবে এবং তা হতে অন্তত এক বছর লাগবেই। >>গ্রামীনের তুলনায় এয়ারটেল এইদেশে নিতান্তই শিশু যে মায়ের পেটে রয়েছে >>গ্রামীনের অন্তত বিশ্বের ৮ টি দেশে অপারেশন আছে সেই জায়গায় এয়ারটেল শুধুমাত্ত ভারতেই লাফালাফি করে। >>বাংলাদেশে জন্মের পর থেকেই ভারত বিরোধী মনোভাবে আছে তাই এয়ারটেল ইউজ করা থেকে অনেকেই বিরত থাকবে যেমন আমি ওয়ারিদ ছাড়ার চিন্তাই আছি।

>>সবচেয়ে বড় কথা হল বর্তমানে ওয়ারিদ সবচেয়ে কম কলরেট দেয় কিন্তু পাবলিক এক নাম্বার চয়েস কইরা ফা্লাইছে তাই ওয়ারিদ ভা্ত পাচ্ছেনা সেখানে এয়ারটেল কিছুই করতে পারবেনা। >>অনেকেই ভাবে এয়ারটেল এদেশে ভালো ইন্টারনেট সার্ভিস দিবে আরে ভাই ৩ জির লাইসেন্স না দিলে ভালা সার্ভিস কই থাইকা দিবো। আর মোবাইল ইন্টারনেট সার্ভিস অনেক ঝামেলার কাজ । >>আরেকটা কথা কত কোম্পানিইতো আসলো কিন্তু কেউতো গ্রামীনরে কিছুই করতে পারলো না কারন গ্রামীন প্রচুর টাকা ঢালে নের্টওয়ার্কের পিছনে। আর সবচেয়ে বড় কথা হল গ্রাহক গ্রামীনের আছে কোটি গ্রাহক তাই গ্রামীনের অফার অন্যদের জন্য কাল হয়ে দাড়ায় ।

আর আরেকটা কথা গ্রামীন জানে পাবলিক কি খায় আমি শুধু অপেক্ষায় আছি এয়ারটেল এদেশে কোন লোক নিয়োগ দেয় কিনা নাকি ভারতের লোক দিয়া প্রতিষ্টান চালায় তা দেখার জন্য আমাকে আবার গ্রামীনের দালাল ভাইবা মাইনাস দিবেন না। আমি শুধু সত্যটাই বলতে চেয়েছি বলতে চেয়েছি। আর আমি কিন্তি এন্টিগ্রামীন অনেক আগের থেকেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।