আমাদের কথা খুঁজে নিন

   

‘ভাড়ায় পাঠদান: চিহ্নিত হলে চাকরিচ্যুত’

শনিবার রাঙামাটিতে এক মা সমাবেশে তিনি এ নির্দেশ দেন।
শহরের শহীদ আব্দুল আলি একাডেমী প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ঝড়েপড়া শিশুর হার রোধকল্পে এ মা সমাবেশের আয়োজন করা হয়। 
সমাবেশে পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বর্গা প্রথা বন্ধ করতে হবে।
যেসব প্রাথমিক শিক্ষক বিদ্যালয়ে না গিয়ে ভাড়া করা লোক দিয়ে নিজের কাজ করান তাদের চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, রাঙামাটিসহ অপর দুই পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষার সুযোগ বাড়াতে আগামী জুলাই থেকে প্রতিটি বিদ্যালয়ে চার জন করে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
প্রত্যেক বিদ্যালয়ে শিশুদের ৭৫ শতাংশ উপবৃত্তি নিশ্চিত করা হবে। এছাড়া পাহাড়ের দুর্গম কোনো এলাকায় ৫০ জন ছাত্র নিশ্চিত হলেই বিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয়া হবে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুছা মাতব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা রহমান শম্পা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.