আমাদের কথা খুঁজে নিন

   

বাচাল ফারুক, দয়া করে মানে মানে বিদেয় হও।



দয়া করে জাতির বোঝা, দলের বোঝা না বাড়িয়ে অপদার্থতার বোঝা নিয়ে এবার বিদেয় হও। সবাইকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দাও। তুমি যে ঐ মন্ত্রণালয়ের জন্য সম্পূর্ণরূপে অযোগ্য, এটা আর কখন বুঝবে ? গলাধাক্কা খেয়ে ? তোমার আত্মীয় যে যেখানে আছে, চুটিয়ে ব্যবসা করুক, কেউ কিছু বলবে না। কিন্তু তোমার আত্মীয় বলেই রাজকোষের অর্থ যদৃচ্ছভাবে লুটে নেবে, এটা ত জাতি মেনে নিতে পারে না। খুচরা বাজারে যেখানে ডালের দাম ৮০ টাকা, সেখানে কি করে তোমার ঐ আত্মীয় দানীয়া জামান এণ্ড ফুড প্রোজাক্টস্-এর স্বত্ত্বাধিকারী মো. আসাদুজ্জামান কি করে সেই ডাল ১০০ টাকায় ক্রয় করে টি সি বি-কে দিচ্ছে ? তোমাদেরকে ত লুটপাটের জন্য ক্ষমতায় বসানো হয় নাই ? তোমরাও কি বি এন পি-র মত হয়ে গেলে ? তবে জাতি কাকে বিশ্বাস করবে ? যা দশা দেখছি, আবারো ফখরুদ্দিনের মত তত্বাবধায়ক সরকার আসলে ত জনগণ ফুলের মালা দিয়েই বরণ করে নেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.