আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমের মাঝে কথা বলছে

আমার ব্যক্তিগত ব্লগ

শাফিন (আমার এক বছর ৩ মাস বয়সী ছেলে) কয়েকদিন আগে ঘুমের মাঝে কেঁদে উঠছিল। আজ দেখছি কথা বলছে, এইযে এইযে। আজকাল তাহলে বাংলা ভাষায় স্বপ্নও দেখা শুরু করেছে। সম্ভবত: গরম লাগলে আর শীত লাগলে ঘুমের মধ্যেই আমাকে বলছে। আজকাল আবহাওয়া ঘন ঘন বদলাচ্ছে, বার বার ফ্যান ওফ আর ওন করতে হচ্ছে। আমি ছোট বেলায় ভাবতাম, আমরা তো বাংলা ভাষায় স্বপ্ন দেখি, বাচ্চারা তাহলে কোন ভাষায় স্বপ্ন দেখি? বড় আপা বলত (ও নিজেও তখন ছোট ছিল, নিজের মতোন করে জ্ঞান দিত), ওদের নিজস্ব ভাষা আছে। যে ভাষায় ওরা ফেরেশতাদের সাথে কথা বলে। বড় হতে হতে সে ভাষা ভুলে যায় আর মানুষের ভাষা শিখে নেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।