আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রিমা উদ্যান কখনোই জিয়া উদ্যান ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী

সৈয়দ মুতনু

স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, চন্দ্রিমা উদ্যান কাগজ-কলমে কখনোই জিয়া উদ্যান ছিল না। এটা চন্দ্রিমা উদ্যানই ছিল, ভবিষ্যতেও থাকবে। কেউ যদি চন্দ্রিমা উদ্যানকে জিয়া উদ্যান নামে ডাকে তাহলে কী করার আছে। গতকাল রোববার সকালে ক্যান্টনমেন্ট থানা এলাকার পশ্চিম মানিকদীতে নতুন পানির পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর উঠতি সন্ত্রাসীদের ব্যাপারে জানান, সন্ত্রাসীদের কোন বয়স নেই, সে কিশোরই হোক কিংবা যুবকই হোক, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। যেখানে সন্ত্রাসীদের আনাগোনা বেশি সেখানে অভিযান চালানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, কিশোর অপরাধীদের তালিকা হালনাগাদ করে এদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এসএম ফয়সাল চিশতি ও স্থানীয় মহিলা কমিশনার মাহমুদা আক্তার প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.