আমাদের কথা খুঁজে নিন

   

তাহলে কি রাতের সামু ও চন্দ্রিমা উদ্যানের মধ্যে কোন পার্থক্য নেই??

জয় হোক নতুন প্রজন্মের, জয় বাংলা.......... রাত ১১টার পরে বেশিরভাগ সময় কোন মডারেটর দ্বায়িত্বরত অবস্থায় থাকেন না। কেমন যেন আজব লাগে না?? ১ লাখের উপরে যেই ব্লগের সদস্য সেই ব্লগ ১১টার পরে অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে!!!! ব্লগ কি এখনো ২০০৭ এ পড়ে আছে?? এত এত ব্লগার, এত এত পোস্ট। সব দ্বায়িত্ব প্রকাশকারীর এতটুকু বলেই ব্লগ কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। চন্দ্রিমা উদ্যানের কথা নিশ্চয়ই মনে আছে। এই পার্কটিও রাতের বেলা সামুর মত অনিরাপদ, অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে।

সামুর মত এখানেও ভদ্র লোকের পাশাপাশি চোর-ছ্যাচড় রা হাওয়া খেতে আসে। রাতে তেমন কোন ধরনের পাহারা না থাকায় এই পার্কে অনেকেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। এখণ যদি পার্ক কর্তৃপক্ষ বলে যে পার্কে প্রবেশের জন্য আমরা কোন ফি নেইনা, এই পার্ক থেকে আমাদের কোন ইনকাম নেই তাই আমরা রাতে কোন নিরাপত্তাকর্মী রাখতে পারবো না। তাহলে সাধারন জনতা কিছু গালি গালাজ দিবেই। এই গালি-গালাজের ৯৫% ছিনতাইকারীকে উদ্দেশ্য করে হবে আর ৫% পার্ক কর্তৃপক্ষ হজম করতে হবে।

তবে ছিনতাইয়ের শিকার হয়ে যেই বলদরা পার্ক বন্ধের দাবি জানাবে তারা এক হলে ছাগল না হয় অন্য পার্কের দালাল। প্রিয় জানা আপা দয়া করে রাতে মডারেটর এর ব্যবস্থা করুন। আপনি আমার চেয়ে ভালো বুঝেন তাই আপনার জানা থাকার কথা সামুতে সংগঠিত ক্যাচালের ৮০% রাতেই হয়। জানেনতো আগুন নেভানোর চেয়ে আগুন যেনো না লাগে সে ব্যবস্থা নেয়াই উত্তম। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.