আমাদের কথা খুঁজে নিন

   

চন্দ্রিমা উদ্যানের কাজল, ক্ষমা করে দিশ আমায়



কয়েক বছর আগের কথা, ইন্দিরা রোডে থাকতাম।
মাঝে মাঝে চন্দ্রিমা উদ্যানে, নিতম্ব নিয়ে রাখতাম,
জোরায় জোরায় কপত কপতি, অনেক রকম মুখ,
সংগী আমার ছিলনা কেউ, ওটাই ছিল দুখ:।

হঠাৎ একদিন একটি মেয়ে, বসলো আমার পাশে।
কি দাদা! লাগবে কিছু? বল্ল কাছে ঘেসে।
অবাক হলাম বহুদিন পর, মেয়েটির মুখ দেখে।


১২-১৩ বছরের পিচ্চি মেয়ে এসছে, কত রং ডং মেখে।

বল্লাম আমি নাম কি তোর? কিবা দিতে পার?
পিচ্চি আমায় বলে কিণা! যা ইচ্ছে চাইতে পার।
মৃদু হেসে বল্লাম আবার, বাসা কোথায় তোর।
এতটুকু বয়েসে একা ঘুরছিস, লাগেনা তোর ডর?

জোরে জোরে হেসে ওঠে আমার কথা শুনে।
ভালবাসার ফেরিওলা আমি, ভয় পবোগো কেনে।


ভালবাসার ফেরিওলা কথাটা, ও প্রথম শিখায়।
বাস্তবতার অনেক কিছু, প্রথম আমায় দেখায়।

হঠাৎ করে বায়না করলো, বাদাম কিনে দিবার।
ছোট বোনেরা আবদার দেয়, যেমন করে সবার।
হ্রদয় আমার কেপে উঠল, দাদা ডাকটি শুনে।


অনেক আপন লাগলো ওকে, আমার মনের কোনে।

জিগ্যাসা করলাম নামটি আবার, কে কে সাথে থাকে?
কাষ্টমার ছারা কেউ নাই নাকি! সকল পথের বাকে।
কাজল বলে জানে নাকি সবাই, বেচা কেনার হাটে।
যারে পারে তারে আপন করে, শহরের পথে ঘাটে।

আজ নাকি ওর আপন আমি, খাওয়াতে আমায় হবে।


তার বদলে যা চাই আমি, তাই নাকি সে দিবে।
লোভ টাকে আর না সামলে, রাজি হয়ে যাই।
বল্লাম হেসে! সত্যি দিবি ত? যা চাব আমি তাই?

খাওয়াতে পার নির্ভয় তুমি, প্রতারক কাজল না।
জীবন ছারা সবই দিবে সে, সাধ্যে আছে যা।
বল্লাম আমি কাল সকালে, আসতে হবে এখানে।


যেতে হবে তোকে আমার সাথে, নিয়ে যাব যেখানে।

ভাবতে ভাবতে কাজলের কথা, সন্ধ্যে এলাম বাসায়।
কাজের ভিরে ডুবে গিয়েছিলাম, সফল জীবনের আশায়।
ভুলে গিয়েছিলাম সকালে যাব, অপেক্ষায় আছে কেউ।
মনে করতে দেয়নি এতটুকু, যান্ত্রিক জীবনের ঢেউ।



হতে চেয়েছিলাম সত্যি দাদা, পড়াতে চেয়েছিলাম তোকে।
যন্ত্র হয়ে বেচে থাকা এই, যান্ত্রিক শহরের বাকে।
ক্ষমা করে দিশ কাজল আমায়, ক্ষমা করে দিশ তুই।
বিকালে অনেক খুজেছি তোকে! এখনও চেয়ে রই।

৪টি বছর কেটে গেছে, জানিনা আছিস কেমন।


রাতে আজ্ও ঘুমতে গেলে, অপরাধে কাদে এ মন।
চোখে ভাসে তোর হাসি মাখা মুখ, মিষ্টি দাদা ডাক।
ভাই আমি তোর, ফেরিওলা শোন! জগত যা বলে যাক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.